সঞ্জিত চন্দ্র শীল
হোসেনপুর ( কিশোরগঞ্জ) প্রতিনিধি
কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) কুড়িঘাট বধ্যভূমি স্মৃতি সৌধে পুস্পস্তবক অর্পণ ও আলোচনার সভার আয়োজন করে উপজেলা প্রশাসন।
সকালে কুড়িঘাট বধ্যভূমি স্মৃতি সৌধে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড,
হোসেনপুর সরকারি কলেজ, হোসেনপুর পাইলট মডেল সরকারি স্কুল এন্ড কলেজ, হোসেনপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় এবং হোসেনপুর বিএম কলেজ পুস্পস্তবক অর্পণ করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অনিন্দ্য মন্ডলের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন-উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ সোহেল, হোসেনপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সুজন চন্দ্র সরকার, সহকারী কমিশনার (ভূমি) নাশিতা-তুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. জহিরুল ইসলাম নুরু মিয়া, সাধারণ সম্পাদক এম এ হালিম, থানা অফিসার ইনচার্জ (ওসি) নাহিদ হাসান সুমন, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শাহ্ মাহবুবুল হক, সিদলা ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান কাঞ্চন, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা মো: তানভীর হাসান জিকো, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা মো: উজ্জ্বল হোসাইন, বীর মুক্তিযোদ্ধা মো: মঞ্জুরুল হক, প্রধান শিক্ষক কাজী আছমা বেগম, হোসেনপুর প্রেসক্লাবের সভাপতি প্রদীপ কুমার সরকার, হোসেনপুর সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সঞ্জিত চন্দ্র শীল, উপজেলা কৃষক লীগ সভাপতি আক্তার হোসেন দুলাল প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2025 কালের নতুন সংবাদ. All rights reserved.