অষ্টগ্রাম,(কিশোরগঞ্জ) প্রতিনিধি:
বেসরকারি এনজিও সংস্থা আশা'র উদ্যোগে কিশোরগঞ্জের অষ্টগ্রাম হাওরের প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবার লক্ষ্যে আশা বাঙ্গালপাড়া স্বাস্থ্যসেবাকেন্দ্র কর্তৃক দিন ব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে। আজ(১২ডিসেম্বর) প্রায় আড়াই শতাধিক প্রান্তিক পর্যায়ের রোগীকে বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা, রক্তচাপ পরিমাপ, প্রয়োজনীয় পরামর্শ ও স্বাস্থসেবা প্রদান করা হয়। এর আগে এক উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় উপস্থিত ছিলেন বাঙ্গালপাড়া ইউপি চেয়ারম্যান মনিরুজ্জামান রুস্তম, বাঙ্গালপাড়া ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি এনামুল হক ভূইয়া, সহ-সভাপতি এম এ মালেক, আশা সরারচর অঞ্চলের রিজিওনাল ম্যানেজার আক্তারুজ্জামান, বাঙ্গালপাড়া ব্রাঞ্চ ম্যানেজার জিয়াউল হক, সহকারী ম্যানেজার মাজেদুল হক,বাঙ্গালপাড়া স্বাস্থ্যসেবা কেন্দ্রের চিকিৎসক ডাঃ মোঃ আনিছুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে বক্তারা বলেন-আশা ১৯৭৮ সাল থেকে দেশের আর্থ-সামাজিক উন্নয়নের লক্ষ্যে কাজ করে আসছে, এরই অংশ হিসেবে ২০১০ সালে গঠন করা হয় আশা স্বাস্থ্য কর্মসূচি। রোগমুক্ত জাতি গঠনের লক্ষ্যকে সামনে রেখে প্রাথমিক পর্যায়ে চিকিৎসার মাধ্যমে রোগের প্রকোপ কমানো ও স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির মাধ্যমে নিরোগ জীবন যাপনে সহায়তা করার উদ্দেশ্যে এবং সুবিধাবঞ্চিত মানুষের হাতের নাগালে স্বাস্থ্য সেবা প্রদানের লক্ষ্যে আশা কাজ করে যাচ্ছে এছাড়াও আশা বিভিন্ন জাতীয় দিবসে বিভিন্ন ধরণের ফ্রি স্বাস্থ্যসেবা প্রদান করে থাকে। বক্তারা আরও বলেন- আশা একটি আত্মনির্ভরশীল ও অধূমপায়ী সংস্থা, আশা বিশ্বাস করে রোগ প্রতিকারের চেয়ে রোগ প্রতিরোধই শ্রেয়।
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2025 কালের নতুন সংবাদ. All rights reserved.