সঞ্জিত চন্দ্র শীল
হোসেনপুর ( কিশোরগঞ্জ) প্রতিনিধি
কিশোরগঞ্জের হোসেনপুরে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন ২০২৩ উপলক্ষে অবহিতকরণ ও কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার ( ১০ ডিসেম্বর ) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সভাকক্ষে অবহিতকরণ সভার আয়োজন করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মো: তানভীর হাসান জিকোর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন হোসেনপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) আসাদুজ্জামান টিটু, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: আবুল কালাম আজাদ, উপজেলা শিক্ষা অফিসার মো: নূরুল ইসলাম, হোসেনপুর মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সঞ্জিত চন্দ্র শীল, মোহনা টিভির উপজেলা প্রতিনিধি সাংবাদিক উজ্জ্বল কুমার সরকার,
উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার মো: আঞ্জুমান ইসলাম, আবাসিক মেডিকেল অফিসার ডা : দেবাঞ্জন পন্ডিত, ইসলামিক ফাউণ্ডেশনের ফিল্ড সুপারভাইজার মো: খাইরুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক খায়রুল ইসলাম, জনপ্রতিনিধি, মসজিদের ইমাম, স্বাস্থ্য সহকারী, নার্স ও সাংবাদিকবৃন্দ।
আবাসিক মেডিকেল অফিসার ডা: দেবাঞ্জন পন্ডিত জানান, আগামী ১২ ডিসেম্বর এক দিনের ক্যাম্পেইনে ০৬ মাস থেকে ১১ মাস ২৯ দিন শিশুর লক্ষ্য মাত্রা ৩ হাজার ৫১১জন এবং ১২ মাস থেকে ৫৯ মাস ২৯ দিন শিশুর লক্ষ্য মাত্রা ২৮ হাজার ৫২৬ জন। মোট ঠিকাদান কেন্দ্র ১৪৫টি, টিকাদান কর্মী ২৯০ জন।