প্রেস রিলিজ
র্যাব-১৪ এর সিপিসি-২, কিশোরগঞ্জ কর্তৃক অভিযানে যাত্রীবেশে থাকা অটো ছিনতাই চক্রের মূলহোতা সহ ৩ সদস্য গ্রেফতার এবং ছিনতাই হয়ে যাওয়া ০১(এক)টি অটোরিকশা উদ্ধার।
গত ০৯/১২/২০২৩খ্রিঃ তারিখ মোঃ ধনু মিয়া(৬০), পিতা-মোঃ ফয়জুল, সাং-চিকনিরচর কর্শাকড়িয়াইল, থানা ও জেলা-কিশোরগঞ্জ, র্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পে এসে একটি অভিযোগ দায়ের করে যে, গত ০৮/১২/২০২৩খ্রিঃ বিকাল অনুমান ০৪.৩০ ঘটিকার সময় তার ছেলে মোঃ কামরুল ইসলাম(১৩) তার নীজ অটোরিকশা নিয়ে ভাড়ার জন্য কিশোরগঞ্জ জেলার সদর থানাধীন সৈয়দ নজরুল মেডিকেল কলেজ হাসপাতালের সামনে অবস্থান করাকালে ৪/৫ জন লোক তার ছেলের কাছে আসিয়া যশোদল মধুনগর যাবে বলে ভাড়া ঠিক করে। তারপর তার ছেলে কামরুল ইসলাম তাদেরকে নিয়ে মধুনগরের উদ্দেশ্যে যাওয়ার সময় যশোদল কোনাকাটি এলাকায় পৌছালে তার ছেলেকে অটোমিশুক গাড়ী হইতে নামিয়ে এলোপাথারি কিল, ঘুষি, লাথি মারিয়া অটোরিকশাটি ছিনতাই করে নিয়ে যায়। উক্ত অভিযোগের বিষয়টি র্যাব-১৪, কিশোরগঞ্জ ক্যাম্প অত্যান্ত গুরুপ্তের সাথে নিয়ে গোয়েন্দা নজরদারী অব্যহত রাখে এবং আসামীদের অবস্থান নিশ্চিত করে র্যাব-১৪, কিশোরগঞ্জ ক্যাম্পের একটি চৌকশ আভিযানিক দল অদ্য ১০ ডিসেম্বর ২০২৩খ্রি. রাত ২.০০ ঘটিকায় অভিযান পরিচালনা করে কিশোরগঞ্জ জেলার সদর থানাধীন যশোদল এলাকা হতে অটো ছিনতাইকারী চক্রের সদস্য আসামী ১। মোঃ মুন্না(২২), পিতা-আনোয়ার হোসেন আয়নাল, সাং-যশোদল টেক্সটাইল মিলস্, ২। মোঃ ফজলু(২২), পিতা-মৃত আঃ হেকিম, সাং-পাক্কার মাথা, ৩। মোঃ হারুন(২৩), পিতা-মোঃ সুরুজ আলী, উভয় সাং-যশোদল পাক্কারমাথা, সর্ব থানা ও জেলা-কিশোরগঞ্জদের’কে ছিনতাই হয়ে যাওয়া অটোরিকশা’সহ গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত আসামীরা উক্ত অটোরিকশাটি ছিনতাইয়ের কথা স্বীকার করে। উক্ত ছিনতাইয়ের সাথে জড়িত অন্যান্য ছিনতাইকারীদের গ্রেফতারের জন্য র্যাবের অভিযান অব্যহত আছে।
উক্ত ঘটনা সংক্রান্তে গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে পরবর্তী আইনানুক ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2025 কালের নতুন সংবাদ. All rights reserved.