নিজস্ব প্রতিবেদক
ময়মনসিংহের নান্দাইল উপজেলার আচারগাঁও ইউনিয়নে এক ভারসাম্যহীন যুবকের কাঠের রোলের আঘাতে ঘটনাস্থলেই বৃদ্ধের মৃত্যু হয়েছে । জানা গেছে, নিহত বৃদ্ধের নাম আব্দুল হেলিম (৬১)। তিনি উপজেলার আচারগাঁও ইউনিয়নের ঝাউগড়া এলাকার বাসিন্দা।
শুক্রবার (৮ ডিসেম্বর) ভোরে এ মর্মান্তিক মৃত্যুর ঘটনাটি ঘটে। ঘটনার পরপরই স্থানীয় এলাকাবাসী অভিযুক্ত যুবককে আটক করে পুলিশে দিয়েছে। আটকৃত যুবক মানসিকভাবে অসুস্থ বলে স্থানীরা জানান।
ঘটনার বিবরণে জানা গেছে, বৃদ্ধ আব্দুল হেলিম বাড়ির পাশেই একটি মসজিদে ফজরের নামাজ আদায় শেষে নরসুন্দা নদীর পাড়ে নিজ বীজতলা দেখতে যান। এ সময় এই ভারসাম্যহীন যুবক উক্ত স্থানে আগে থেকেই একটি কাঠের রোল নিয়ে দাড়িয়ে থাকে। বৃদ্ধ আব্দুল হেলিমকে দেখেই আঘাত করার জন্য বৃদ্ধের দিকে দৌড়ে আসে। বৃদ্ধ আব্দুল হেলিম উপায়ান্ত না দেখে নিজেকে বাঁচাতে দৌড় দিলে হোঁচট খেয়ে পড়ে গেলে যুবকের হাতে থাকা রোল দিয়ে বৃদ্ধের মাথায় উপর্যুপরি আঘাত করে। দৌড়ে চলে যাওয়ার সময় লোকজন দেখে ঘটনাস্থলে এসে দেখে বৃদ্ধ মাটিতে মৃত অবস্থায় পরে আছে। এই খবর চারিদিকে ছড়িয়ে পড়লে এলাকাবাসী
মানসিক ভারসাম্যহীন যুবককে আটক করে পুলিশে সোপর্দ করে। ভারসাম্যহীন যুবকের নাম বুলবুল মিয়া(৩৫) পিতা সুলতান মিয়া।
পরিবারের লোকজন জানায়। বুলবুল অসুস্থ হওয়ার পর থেকেই তাকে পরিবারের লোকজন ঘরে আটকে রাখতেন। কিন্তু আজ ভোরে পরিবারের অজান্তে ঘর থেকে বের হয়ে তিনি এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটায়।
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2025 কালের নতুন সংবাদ. All rights reserved.