1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
বুধবার, ১২ নভেম্বর ২০২৫, ১১:১৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
লক্ষ্মীপুরে সাংবাদিককে গুলি করে হত্যার হুমকি,প্রতিবাদে বিক্ষোভ মানববন্ধন ময়মনসিংহে বাবা মেয়ের গলাকাটা মরদেহ উদ্ধার পুলিশ আত্মহত্যায় প্ররোচনা মামলায় সহকারী শিক্ষক জেল হাজতে, তবুও বহাল তবিয়তে বিএমইউজে তাড়াইল উপজেলা শাখার কমিটির সভাপতি রতন সম্পাদক রিপন মাদারগঞ্জে সুখনগরী নদীতে অবৈধ বালু উত্তোলন — আজাদ মিয়ার সিন্ডিকেটের দৌরাত্ম্যে -হুমকিতে ফসলি জমি  কিশোরগঞ্জ-৬ আসনে এবার শক্তিশালী প্রার্থী বিএনপি’র কেন্দ্রীয় নেতা মো. শরীফুল আলম চুনারুঘাটে শিকারীদের হাত থেকে ৩৫টি ঝুঁটি শালিক উদ্ধার হবিগঞ্জে ৫৫ বিজিবির অভিযানে ভারতীয় চোরাচালানী পন্য এবং যানবাহন জব্দ কিশোরগঞ্জে ❝মাদক মুক্ত প্রজন্মই দেশের প্রকৃত ভবিষ্যৎ❞ শীর্ষক সেমিনার
শিরোনাম
লক্ষ্মীপুরে সাংবাদিককে গুলি করে হত্যার হুমকি,প্রতিবাদে বিক্ষোভ মানববন্ধন হোসেনপুরে এমপি পদ প্রার্থী মাজাহারারে নির্বাচনী সমাবেশ ময়মনসিংহে বাবা মেয়ের গলাকাটা মরদেহ উদ্ধার পুলিশ আত্মহত্যায় প্ররোচনা মামলায় সহকারী শিক্ষক জেল হাজতে, তবুও বহাল তবিয়তে বিএমইউজে তাড়াইল উপজেলা শাখার কমিটির সভাপতি রতন সম্পাদক রিপন মাদারগঞ্জে সুখনগরী নদীতে অবৈধ বালু উত্তোলন — আজাদ মিয়ার সিন্ডিকেটের দৌরাত্ম্যে -হুমকিতে ফসলি জমি  কিশোরগঞ্জ-৬ আসনে এবার শক্তিশালী প্রার্থী বিএনপি’র কেন্দ্রীয় নেতা মো. শরীফুল আলম চুনারুঘাটে শিকারীদের হাত থেকে ৩৫টি ঝুঁটি শালিক উদ্ধার হবিগঞ্জে ৫৫ বিজিবির অভিযানে ভারতীয় চোরাচালানী পন্য এবং যানবাহন জব্দ

আফসার বাহিনীর ত্রিমুখী আক্রমনে ভালুকা মুক্ত দিবস আজ

  • প্রকাশ কাল শুক্রবার, ৮ ডিসেম্বর, ২০২৩
  • ১৭৩ বার পড়েছে

আফরোজা আক্তার জবা ভালুকা প্রতিনিধি: দক্ষিণ ময়মনসিংহে গঠিত অনিয়মিত আফসার বাহিনীর ত্রিমুখী আক্রমনে তৎকালীন ভালুকা থানা সদর পাক ও রাজাকার মুক্ত হওয়ায় ৮ ডিসেম্বর এই দিনটিকে ভালুকা মুক্ত দিবস হিসাবে উদযাপন করা হয়। ১৯৭১ সনের ৭ ডিসেন্বর দিবাগত মধ্য রাতে আফসার বাহিনীর কোম্পানি কোমান্ডার চাঁন মিয়া, কোম্পানি কোমান্ডার খোরশেদ আলম, কোম্পানি কোমান্ডার কছিম উদ্দিন, কোম্পানি কমান্ডার বছির উদ্দিন ও কোম্পানি কোমান্ডার এম এ হাকিমের নেতৃত্বে ৫ কোম্পানি মুক্তি সেনা ৩ দিক থেকে এক যোগে ভালুকা থানা সদরে পাক ও রাজাকার বাহিনীর ক্যাম্পের উপর সারাসী আক্রমন শুরু করে। আক্রমনের ফলে পরিস্থিতি ব্যগতিক দেখে পাক বাহিনী ও প্রায় ৮ শতাদিক রাজাকার ও তাদের পরিবারের সদস্যদের নিয়ে গফরগায়ের উদ্দেশ্য ভালুকা থেকে পালিয়ে যাওয়ার সময় কোম্পানি কোমান্ডার ফয়েজ আহম্মেদ ও কোম্পানি কোমান্ডার এমদাদুল হক দুলুর নেতৃত্বে ২ কোম্পানি মুক্তি সেনা তাদেরকে ধাওয়া করে গফরগাঁয়ে নিয়ে যায়। ফলে ৮ ডিসেম্বর সকালে মুক্তি সেনা ও মুক্তিগামী জনতা লাল সবুজের পতাকা হাতে নিয়ে জয় বাংলা স্লোগান দিয়ে ভালুকায় থানা সদরে প্রবেশ করে। এ সময় ভালুকা থানা চত্বরে আনুষ্ঠানিক ভাবে উত্তোলন করা হয় স্বাধীন বাংলাদেশের জাতীয় পতাকা। দিবসটি উদযাপনে আজ ভালুকায় উপজেলা প্রশাসন ও মুক্তিযোদ্ধা সংসদ যৌথ কর্মসূচি গ্রহন করেছে। গৃহিত কর্মসূচি অনুযায়ী সকালে স্থানীয় শহীদ মুক্তিযোদ্ধা সৃতি সৌধে পুস্পমাল্য অর্পণ, র‌্যালি আফসার বাহিনীর অধিনায়ক মেজর আফসার উদ্দিন আহম্মেদ ও মুক্তিযোদ্ধের অন্যতম সংগঠক সাবেক এম পি মোস্তফা এম এ মতিন এডভোকেট এর মাজার জিয়ারত, মুক্তিযোদ্ধা জনতার বিজয় র‌্যালী, উপজেলা পরিষদ চত্ত্বর মুক্ত মঞ্চে মুক্তিযোদ্ধ বিষয়ক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এ দিকে ৯/৭১ তারিখ সকালে কোম্পানি কোমান্ডার ফয়েজ আহম্মেদ ও এমদাদুল হক দুলু গফরগাঁও সদরে ভালুকা থেকে পালিয়ে আসা রাজাকার বাহিনীর সদস্যদের আত্নসমর্পনে বাধ্য করে। একই দিন সকালে কোম্পানি কোমান্ডার আনসার উদ্দিন মাষ্টার, কোম্পানি কোমান্ডার আয়োব আলী, কোম্পানি কোমান্ডার আঃ করিম পাঠান ও কোম্পানি কোমান্ডার ফজলুল আমীনের নেতৃত্বে ৪ কোম্পানি মুক্তি সেনা ৪ দিক থেকে ত্রিশাল থানা সদর আক্রমন শুরু করলে এক পর্যায়ে অর্ধ শতাধিক রাজাকার সদস্য আত্নসমর্পন করতে বাধ্য হয়। ফলে ৯, ডিসেম্বর ৭১ ত্রিশাল ও গফরগাঁও থানা সদর পাক ও রাজাকার মুক্ত হয়। প্রকাশ ১৯৭১ সনে তৎকালী স্বাধীন বাংলা সরকার মুক্তিযোদ্ধ পরিচালনার জন্য দেশটিকে ১১ টি সেক্টরে ভাগ করে। এ ছাড়াও দেশের অভ্যন্তরে থেকে তৎকালিন স্বাধীন বাংলা সরকার ও ভারত সরকারের কোন প্রকার সাহায্য সহযোগীতা ছাড়াই যে চারটি অনিয়মিত বাহিনী গড়ে উঠে তাদের মধ্যে ময়মনসিংহের আফসার বাহিনী অন্যতম। ১৯৭২ সনে তৎকালীন উপ রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম ময়মনসিংহ মহিলা ক্যাডেট কলেজ (তৎকালীন রাবেয়া বালিকা স্কুল) আফসার বাহিনীর সকল মুক্তি সেনারা অস্ত্র জমা দিলে আফসার বাহিনীকে এফ, জে-১১ সাব সেক্টর হিসাবে ঘোষনা করে প্রসংশা পত্র প্রদান করেন।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ


প্রযুক্তি সহায়তায় BTMAXHOST