সৈয়দ সময় , নেত্রকোনা :
নেত্রকোনায় চীফ জুডিশিয়াল আদালতে ২০২২সালের ০২ অক্টোবর বিচারকের দায়িত্ব গ্রহণ করেন মোশতাক আহম্মদ । তিনি দায়িত্ব গ্রহণের পর থেকে বিচারাধীন মামলা ছিল ৪৭১৩ টি। ২০২২ সালের ০২ অক্টোবর থেকে চলতি বছরের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত মামলা দায়ের হয় ৫৩৪৫ টি মোট দায়েরকৃত মামলার সংখ্যা দাঁড়ায় ১০৫৫৮ টি এর মধ্যে ৬৭৬৩ টি নিষ্পত্তি হয়েছে বলে জানা যায় ।
গত ৩০ শে সেপ্টেম্বর পর্যন্ত বিচারাধীন মামলা রয়েছে । ৩৭৯৫ টি মামলা নিষ্পত্তির অপেক্ষায় আছে । আদালত সংশ্লিষ্টরা মনে করেন বিভিন্ন উপজেলা থেকে অভিযোগকারী ও অভিযুক্তগণ
দ্রুত নেত্রকোনায় চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বিগত দিনে এত দ্রুত মামলার নিষ্পত্তি হয় নাই ।
বিজ্ঞ আইনজীবীগণ ও মামলার বাদী বিবাদীগণ বর্তমানে নেত্রকোনায় চীফ জুডিশিয়াল আদালতে কার্যক্রমের প্রশংসা করেন ও জেলা বারের সভাপতি ও সাধারণ সম্পাদক আদালতের কার্যক্রমে সন্তুষ্টি প্রকাশ করেন ।
বিচারের বাণী আর নিরবে কাঁদবে না । অল্প সময়ে পাবেন অপরাধ মূলক কাজের সঠিক বিচার । বিচারাধীন মামলার জট নিয়ে যখন সারা দেশে বিভিন্ন আলোচনা সমালোচনার মধ্যে নেত্রকোনায় চীফ জুডিশিয়াল আদালতে স্বাভাবিক কাজ করে এগিয়ে চলছে । আদালতে বিজ্ঞ বিচারক মোশতাক আহম্মদ নেত্রকোনায়
যোগদান করে নিরলস পরিশ্রমের মাধ্যমে এক নতুন দৃষ্টান্ত স্থাপন করেন ।
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2025 কালের নতুন সংবাদ. All rights reserved.