অধ্যক্ষ ড.গোলসান আরা বেগম
কোথা থেকে এলো,বসলো পাশে
ছুঁয়ে দেখলো হৃদয়ের তলদেশ
কে সে? আমিই- বা কে?
বাহুডোরে কেন জড়ালাম।
টক ঝাল মিস্টি খেয়ে আছি কি বেশ।।
ইচ্ছে হলে ঘুমিয়ে পড়ি
জেগে ওঠে চড়কি টানি
সবুজ-লাল চা,ব্ল্যাক কফি খাই
নিশ্চুপ বসে থাকি বহুক্ষণ
কেন থাকি তা কি জানি?
স্বপ্ন চোখে ঘুমিয়ে গেলে সে
শিহরণে নিজের ঠোঁটে হাত রাখি
জেগে ওঠে স্পর্শ কাতর বাসরের প্রেম
ইচ্ছে করে আলতু হাতে তারে ডাকি।
ছুটে যাই সাগরের কাছে
মিস্টি হেসে উড়না উড়াই,ঢেউ গুণি
বালুচড়ে এঁকে দেই
প্রেমের ফুলকলি চিত্র
তখনও ভাবি, সে- আমি, কে কার ?
আমি যা ভালোবাসি,
সে তা একদম পছন্দ করে না
কি বলতে চায়, কেন ক্লান্তি তার
আগুনে হাত রেখে নিজেকে জিঞ্জেস করি
সে আমি,আমি সে, কে কার?
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2024 কালের নতুন সংবাদ. All rights reserved.