তৌকির আহাম্মেদ হাসু স্টাফ রিপোর্টার:
জামালপুরের সরিষাবাড়ীতে ডিলারের বিরুদ্ধে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির ১৫ টাকা কেজি দরে চাল বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে। গতকাল সোমবার সকালে ভাটারা ইউনিয়নের মহিষাভাদুরিয়া খলিলের মোড়ে তালুকদার এন্টারপ্রাইজের বিরুদ্ধে এ অভিযোগ করেন ভুক্তভোগী উপকারভোগীরা।
জানা গেছে, সরিষাবাড়ী খাদ্য গুদাম থেকে প্রত্যেক কার্ডধারীর জন্য ৩০কেজির চালের বস্তা দেওয়া হয়। কিন্তু তালুকদার এন্টারপ্রাইজের গোডাউন গিয়ে দেখা গেছে ভিন্ন চিত্র। খাদ্য গুদাম থেকে ৩০ কেজি সেলাই করা বস্তা নিয়ে প্রত্যেক বস্তা খুলে ৪-৫ কেজি চাল সরিয়ে ২৫-২৬ কেজি করে চাল দিচ্ছে বলে ভুক্তভোগীরা অভিযোগ করেন।
ভুক্তভোগীরা জানান রোববার থেকে খাদ্য বান্ধব কর্মসূচির আওতায় এই ডিলারের মাধ্যমে ৫৬৫ জনের মাঝে চাল বিতরণ শুরু হয়।চাল বিতরণে প্রতি ৩০কেজি বস্তা থেকে রাতের আধারে ৪-৫ কেজি চাল সরিয়ে নেন প্রভাবশালী এই ডিলার।রাতে গুদামে বস্তা খুলে চালের স্তুপ করে নতুন করে বস্তার মুখ সেলাই করেন ডিলার।
কয়েকজন উপকারভোগীরা বলেন, ‘প্রত্যেক বস্তায় ৩০ কেজি করে চাল থাকে।এক বস্তা চালের দাম ৪৫০ টাকা। আমাদের কাছ থেকে ৩০ কেজির দাম ৪৫০ টাকাই নেওয়া হচ্ছে। কিন্তু বস্তাপ্রতি ৪ থেকে ৫ কেজি করে ওজনে কম দিচ্ছে।আমরা গরিব মানুষ। আমাদের কথা কেউ শুনছে না। বাধ্য হয়ে কম চাল নিতে হচ্ছে।এ ডিলার সুষ্ঠুভাবে চাল বিতরণ করে না।দু-একদিনের মধ্যে কার্ডধারী না আসলে তাদের চাল বাহিরে বিক্রি করে দেয়।কার্ডধারীদের বিভিন্নভাবে হয়রানি করা হয়।৪ থেকে ৫ কেজি করে চাল কম দিচ্ছে। আমরা বিভিন্ন সময়ে প্রতিবাদ করেও প্রভাবশালী হওয়াতে অনিয়ম করেই যাচ্ছে। চাল কম দেওয়ায় উপকারভোগিরা বিক্ষুব্ধ হলে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি শান্ত করেন। ৫৬৫ জন উপকারভোগীর বছরে ৫ বার ১৫ টাকা কেজি দরে ১৫০কেজি চাল সংগ্রহের কথা রয়েছে।
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2025 কালের নতুন সংবাদ. All rights reserved.