নিজস্ব প্রতিবেদক
কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলার পুলেরঘাটে আনন্দ মাল্টিমিডিয়া স্কুল কিশোরগঞ্জ শাখার আয়োজনে ৫ম শ্রেণীর শিক্ষার্থীদের মেধা মূল্যায়ন পরিক্ষা, পুরষ্কার বিতরণী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২ ডিসেম্বর) দিনব্যাপী পুলেরঘাটে অবস্থিত পাকুন্দিয়া পলিটেকনিক ইন্সটিটিউট মিলনায়তনে দিনব্যাপী এ আয়োজনে স্কুলের নির্বাহী পরিচালক ডা.জিয়া উদ্দিন টিটুর সভাপতিত্বে ও নির্বাহী পরিচালক শফিউল আলম বুলবুলের সঞ্চালনায় এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পাকুন্দিয়া উপজেলা সহকারী শিক্ষা অফিসার ইসলাম উদ্দিন, আনন্দ মাল্টিমিডিয়া স্কুল কিশোরগঞ্জ শাখার প্রিন্সিপাল মো: মাহফুজুল হক, বিশেষ অতিথি ছিলেন হাসান'স ইংলিশ একাডেমীর পরিচালক মেহেদী হাসান রায়হান,কিশোরগঞ্জ জেলা সরকারি গণ-গন্থাগারের সহাকারী পরিচালক আজিজুল হক সুমন, পাকুন্দিয়া পলিটেকনিক ইন্সিটিউটের প্রিন্সিপাল শরীফুল ইসলাম প্রমুখ।
মেধামূল্যায়ন পরিক্ষায় পাকুন্দিয়ার বিভিন্ন স্কুল থেকে প্রায় ১৮০ জন শিক্ষার্থী অংশগ্রহন করে। এতে প্রথম স্থান অধিকারীকে কম্পিউটার ও বিভিন্ন ক্যাটাগরিতে অন্যান্য প্রতিযোগীদের বাই-সাইকেলসহ বিভিন্ন পুরষ্কারে পুরষ্কৃত করা হয়।
এতে প্রথমস্থান অধিকার করেন কটিয়াদী উপজেলার ২ নং মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা উম্মে সাইবা মিতি ২য় স্থান অধিকার করেন ৯২ নং অস্টঘড়িয়া মিসেস হমিদা খাতুন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী তৌফিকুল ইসলাম ৩য় স্থান অধিকার করেন চৌদ্দশত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী গোবিন্দ সাহা প্রমু
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2024 কালের নতুন সংবাদ. All rights reserved.