নিজস্ব প্রতিবেদক :
কিশোরগঞ্জে স্ত্রী- সন্তানের সন্ধান পেতে থানায় অভিযোগ করেছেন স্বামী নাঈম মিয়া।
থানায় দায়ের কৃত অভিযোগে জানা যায়, কিশোরগঞ্জ সদর উপজেলার মাইজখাপন ইউনিয়নের মজুমদার পাড়ার ফাইজুল মিয়ার পুএ নাঈম মিয়ার স্ত্রী- সুইটি ও ২ বছরের মেয়ে রৌজাকে গত ২৭ নভেম্বর ২০২৩ ইং।
সুইটির নানির মৃত্যুর সংবাদ পেয়ে নাঈম মিয়া তার শুশুর বাড়ি রশিদাবাদ ইউনিয়নের সগড়া নিয়ে যায়।
সেখান থেকে নানি শাশুড়ীর জানাজা শেষে শুশুর কাদির ও শাশুড়ী জুনির কাছে সুইটি ও রৌজাকে রেখে নিজ বাড়িতে ফিরে আসে।
নাঈম জানায়, গত ১/১২/২০২৩ ইং তারিখ শুক্রবার বিকেলে আমার শুশুর ও শাশুড়ী ফোন করে সুইটির বিষয় জানতে চাইলে আমি জানতে পারি আমার সুইটি ও রৌজা নিখোঁজ রয়েছে। আমিসহ আত্মীয় স্বজন বিভিন্ন স্থানে খোঁজে না পেয়ে গত ০২/১২/২০২৩ ইং তারিখে কিশোরগঞ্জ মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করি।
এ ঘটনায় নাঈমের আত্মীদের দাবি শুশুর কাদির মিয়া মেয়েকে লুকিয়ে রেখে নাঈমের উপর মামলা করার সুযোগ নিতে চাচ্ছে।
অনেকের অভিযোগ এ-র আগেও সুইটিকে লুকিয়ে রেখে তারা গ্রাম্য সালিশের ঘটনা দেন দরবারও হয়েছে।
এ বিষয় জানতে চাইলে সুইটির বাবা বলেন, মেয়েকে খোঁজতেছি
এখনও আমি পাইনি।
কিশোরগঞ্জ মডেল থানার বিট পুলিশের দায়িত্বে থাকা মমিনুল জানান আমি ছুটিতে তবে এলাকার কয়েকজন ফোন করে আমাকে জানিয়েছে সুইটি নিখোঁজ রয়েছে। আমি তাদের থানায় অভিযোগ দায়ের করার ও পরামর্শ নিতে বলেছি
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2025 কালের নতুন সংবাদ. All rights reserved.