শেখ মোঃ জসিম উদ্দিন
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন পত্র জমা দেয়ার শেষ দিন ছিলো আজ।কিশোরগঞ্জ ( বাজিতপুর - নিকলী) ৫ আসনের উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান সাংসদ আলহাজ্ব মোঃ আফজাল হোসেন ( বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থীর পক্ষে মনোনয়ন পত্র জমা দিতে বেলা১২ টায় সহকারী রিটার্নিং কর্মকর্তা কার্যালয়ে আসেন উপজেলা পরিষদের চেয়ারম্যান রকিবুল হাসান শিবলী, পৌরসভার মেয়র আশরাফ হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আঃআল মামুন,কমিশনার রিপনসহ দলের অন্যান্য নেতাকর্মী। এদিকে বাংলাদেশ ইসলামি ফ্রন্টের কিশোরগঞ্জ জেলা প্রচার সম্পাদক ও বাজিতপুর উপজেলা আহবায়ক ইমদাদুল হক ( মোমবাতি) প্রতীকে তাঁর মনোনয়ন পত্র জমাদেন। সেই সাথে
রবিন মিয়া বাংলাদেশ সংস্কৃতিক মুক্তি জোট। প্রতীক ( ছড়ি) জমা দেন।
বাজিতপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান সাংসদ আলহাজ্ব মোঃ আফজাল হোসেনের চতুর্থ বারের মতো মনোনয়ন পত্র জমা দেয়ার অনুভূতি জানতে চাওয়া হলে তিনি জানান, আমি প্রথমেই আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছি এবং আমার আসনের সকল ভোটারদের প্রতি শুভেচ্ছা জ্ঞাপন করছি। আমার জন্য সকলেই দোয়া করবেন। আমি নির্বাচনী আচারবিধি মেনে আমার জনগণের উপর শতভাগ আস্থাশীল। বাংলাদেশ ইসলামি ফ্রন্টের ইমদাদুল হকের প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি জানান আমি বিজয়ী হলে সকলের উন্নয়নে কাজ করবো।
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2025 কালের নতুন সংবাদ. All rights reserved.