পুলক কিশোর গুপ্ত,স্টাফ রিপোর্টার:
কিশোরগঞ্জ -১(সদর+হোসেনপুর) আসনে মনোনয়নপত্র জমা দিলেন বীর মুক্তিযোদ্ধা এডভোকেট ভূপেন্দ্র চন্দ্র ভৌমিক
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে কিশোরগঞ্জ -১(সদর+হোসেনপুর) আসনে গণতন্ত্রী পার্টির প্রার্থী বীর মুক্তিযোদ্ধা এডভোকেট ভূপেন্দ্র চন্দ্র ভৌমিক মনোনয়ন পত্র দাখিল করেছেন।বৃহস্পতিবার,৩০ নভেম্বর বিকাল ৩ ঘটিকায় কিশোরগঞ্জ জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আবুল কালাম আজাদ এর কার্যালয়ে গিয়ে তিনি মনোনয়ন পত্র দাখিল করেন। বর্তমানে তিনি গণতন্ত্রী পার্টির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা গণতন্ত্রী পার্টির সভাপতির দায়িত্ব পালন করছেন।নির্বাচনে জয়ের আশাবাদ ব্যক্ত করে বীর মুক্তিযোদ্ধা এডভোকেট ভূপেন্দ্র চন্দ্র ভৌমিক বলেন,আমার প্রতিপক্ষ যে-ই হোক, সুষ্ঠু নির্বাচন হলে আমিই জয়ী হব।কিশোরগঞ্জ সদর-হোসেনপুরের জনগণ আমার জয়ের অপেক্ষায় রয়েছেন।
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2025 কালের নতুন সংবাদ. All rights reserved.