অধ্যক্ষ ড. গোলসান আরা বেগম
বুদ্ধি মেধা যোগ্যতা কোনটাই নাই
প্রেম পীরিতি ভালোবাসারও ঘাটতি আছে
জানি বুঝি অনেক কম
তবু হাত পা ছড়াই, মানব কল্যাণে
কিছু করার জন্য ঘাম ঝরাই।
কে কি বলে শুনি, মনযোগ সহকারেই শুনি
হাবা গোবার মত ফেল ফেল করে চেয়ে থাকি
চালাকের চালাকি
বাটপারের বাটপারি
পেশী শক্তির রাম রাজত্ব কায়েম দেখে
মাথায় রাখি হাত।
খালি কলসি বাজে বেশী
আমিও তাই
এদিকে ওদিকে চোখ ঘুরাই
যত না বেশী জ্ঞানী
তার চেয়ে বেশী নিজেকে জাহির করি
হাম্বরা ডাক দেই।
মাতাব্বরের তালিকায় নাম লেখাই
কে কি বললো গায়ে মাখিনা
চারিপাশে কুকুর ঘেউ ঘেউ করে
কি বলতে চায় বুঝি না
মাঝে মাঝে বুঝেও না বুঝার ভান করি।
ঘাতকের মৃত্যুর দেয়াল ভেঙ্গে ফিরে এসেছি
দা, বল্লম তাড়া করে ক্লান্ত এখন
অচল পয়সা ভেবে
বাদের খাতায় রেখেছে জমা।
তবু মধু লোভীদের হঠকারিতা থেমে যায়নি
সুগন্ধ দুর্গন্ধু খোঁজে বেড়ায়
সুযোগের সন্ধানে থাকে
করে মিথ্যে কাদা ছুরাছুরি।
আমি বোকার অভিনয় করি
চোখে লাল রুমাল বেঁধে
চোখকে বলি ঘুমাও
রক্ত পেশীর যুদ্ধ যুদ্ধ খেলা ছেড়ে দাও।
কাক শিয়ালের কাড়াকাড়ি দেখে
বিশ্বাসের ঘরে করি খুনাখুনি।
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2024 কালের নতুন সংবাদ. All rights reserved.