বািজতপুরে নারী ঘটিত ও অসামাজিক অপরাধ বৃদ্ধি
শেখ জসিম উদ্দিন
বাজিতপুর উপজেলা হলরুমে অনুষ্ঠিত হওয়া মাসিক আইন শৃঙ্খলা সভায়।
আজ বেলা ১১ টায় শুরু হওয়া সভায় স্বাগত বক্তব্য রাখেন সভাপতি মোঃ সামীম হুসাইন (বাজিতপুর উপজেলা নির্বাহী অফিসার)। উপস্থিত অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম জানান গত মাসে চুরি, ধর্ষণ,অস্র আইন, নারীওশিশু নির্যাতনসহ মোট ১১ টি মামলা বাজিতপুর থানায় রেকর্ড করা হয়। তিনি সকলকে আস্বস্ত করে বলেন যে অন্যান্য উপজেলার তুলনায় বাজিতপুর উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি যথেষ্ট ভালো, তবে দিন দিন বৃদ্ধি পাচ্ছে নারীঘটিত বিভিন্ন অসামাজিক অপরাধ। স্বামী সন্তান রেখে অন্যের স্বামীর সাথে পালানো, পরিবারকে না জানিয়ে ছেলে-মেয়েদের অবৈধ পন্থায় বিয়ে ও পালানো ইত্যাদি। উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে প্রতি দিন গড়ে ৩/৪ টি এমন ঘটনা ঘটছে। এদিকে বাজিতপুর হাঃআঃরাজ্জাক পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ কামরুজ্জামান বলেন নতুন শিক্ষাপদ্ধতি নিয়ে বিভিন্ন মহল অপপ্রচার চালাচ্ছেন, এ অপপ্রচার বন্ধে সকলের সহযোগিতা খুবই প্রয়োজন। মিটিং এ আরো উপস্থিত ছিলেন আফরিন হক ( সহকারী কমিশনার ভূমি), ডাঃ সিনথিয়া তাসমিন (উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা)সহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সকল অধিদপ্তরের কর্মকর্তা। সভার সভাপতির সমাপনী বক্তব্যে বলেন, উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির স্থিতিশীল রাখা ও অপরাধ প্রতিরোধে মোবাইল কোর্ট পরিচালনা, জরিমানা, কারাদণ্ড অর্থদণ্ড অব্যাহত রাখা হবে।
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2025 কালের নতুন সংবাদ. All rights reserved.