বেলাব (নরসিংদী) প্রতিনিধি ঃনরসিংদী
বেলাব উপজেলা বারৈচাতে সোহাগ টেকনিক্যাল ট্রেনিং সেন্টার এর উদ্বোধন করা হয়।
২০ নভেম্বর বিকাল ৪ঃ৩০ ঘটিকায় তরুন উদ্যোক্তা সাখাওয়াত হোসেন ফরাজী সোহাগ, প্রবাসগামী তরুনদের
দক্ষতা অর্জন করার লক্ষ্যে উক্ত ট্রেনিং সেন্টারটি প্রতিষ্ঠিত করেন, তিনি বারৈচা কোরিয়ান ল্যাংগুয়েজ সেন্টার প্রতিষ্ঠিত করেন। সাখাওয়াত হোসেন পরাজী সোহাগ জানান- আমাদের দেশের বিদেশগামীরা অদক্ষ থাকার জন্য বিদেশে অর্থ এবং সম্মান দুটোই কম পাই এদের কথা চিন্তা করে আমি কোরিয়ান ল্যাংগুয়েজ সেন্টার প্রতিষ্ঠা করি এবং পাশাপাশি টেকনিক্যাল ট্রেনিং সেন্টারটির যাত্রা শুরু করলাম এতে করে বেকার ও অদক্ষ যুবকদের প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে বিদেশে পাঠানোর একটি মাইল ফলক হিসেবে কাজ করবে।
এখানে বিশ্বমানের অভিজ্ঞও কোয়ালিফইড ট্রেইনার দ্বারা মানসম্মত ওয়াল্ডিং(ARK,MIG,6G,TIG)A-Z প্রশিক্ষণ দেওয়া হয়।
অনুষ্ঠানে আলোচনা সভা মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এতে বারৈচা বাজারের পরিচালক ও ব্যবসায়ীগণ এবং বিভিন্ন এলাকার ও বিভিন্ন পেশার লোক জন উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2024 কালের নতুন সংবাদ. All rights reserved.