নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : বিএনপি-জামায়াতের দেশবিরোধী আন্দোলনের নামে মানুষ হত্যা, অগ্নিসন্ত্রাস, নৈরাজ্য সৃষ্টি ও অবৈধ হরতালের প্রতিবাদে বগুড়ার নন্দীগ্রাম পৌর আওয়ামী লীগ বিক্ষোভ মিছিল করেছে। রোববার (১৯ নভেম্বর) সন্ধ্যায় নন্দীগ্রাম বাসস্ট্যান্ড এলাকায় ককটেল বিস্ফোরণের প্রতিবাদে তাৎক্ষণিক পৌর শহরের বঙ্গবন্ধু চত্বর থেকে পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রাজ্জাকের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি নন্দীগ্রাম শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
এতে উপস্থিত ছিলেন পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছানোয়ার হোসেন মিলন, আওয়ামী লীগ নেতা এনামুল হক, মাসুদ রানা, মামুন, পৌর যুবলীগের আহবায়ক ইঞ্জিনিয়ার মোফাজ্জল হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আবু সাঈদ, পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সাকিব হোসেন, পৌর কৃষক লীগের সভাপতি আশরাফুল ইসলাম সুমন, সাবেক সাধারণ সম্পাদক রাসেল শেখ, পৌর ছাত্রলীগের সভাপতি দুলাল হোসেন, সাধারণ সম্পাদক আল জাহিদ প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2025 কালের নতুন সংবাদ. All rights reserved.