নিজস্ব প্রতিবেদক
মাসিক কর্মদক্ষতা মূল্যায়ন এবং সুষ্ঠু ও সঠিক ট্রাফিক ব্যবস্থাপনা প্রয়োগ করে সঠিকভাবে ট্রাফিক ডিউটি পালন করায় সানিউল হক রবিন কিশোরগঞ্জের শ্রেষ্ঠ সার্জেন্ট হিসেবে পুরষ্কৃত হয়েছেন। শনিবার (১৮ নভেম্বর) দুপুরে পুলিশ লাইন্স ড্রিল শেডে মাসিক কল্যাণ সভায় তার হাতে পুরস্কার তুলে দেন পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ।
এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) নূরে আলম (সদ্য পদন্নোতি প্রাপ্ত পুলিশ সুপার), অতিরিক্ত পুলিশ সুপার (বাজিতপুর সার্কেল) সত্যজিৎসহ জেলা পুলিশের ঊর্দ্ধতন কর্মকর্তা এবং সকল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাগণ।
জানা গেছে, অবৈধ যানবহন, থ্রি-হুইলার, পিকআপ, ট্রাক, অবৈধ বিভিন্ন গাড়ি আটক, হেলমেটবিহীন মোটরসাইকেল চালকসহ বিভিন্ন অবৈধ যানবাহনের নামে মামলা এবং ট্রাফিক পুলিশের সার্জেন্ট হিসেবে ভালো কাজের পদক্ষেপ নেয়ায় ৩ বারের মতো শ্রেষ্ঠ সার্জেন্ট নির্বাচিত হয়েছেন। গত অক্টোবর মাসে তিনি সর্বোচ্চ ৫৩টি মামলা দায়ের করেন। তার এই অভাবনীয় কর্মদক্ষতা বিবেচনা করে শ্রেষ্ঠ সার্জেন্ট নির্বাচিত করে ক্রেস্ট ও পুরুস্কার প্রদান করা হয়।
নরসিংদী জেলার পলাশ থানার চরসিন্দুর গ্রামে জন্ম সার্জেন্ট সানিউল হক রবিনের। তিনি বলেন, আমি চেষ্টা করেছি ভালোভাবে কাজ করার। এই সম্মাননা আমার কাজের গতি আরও বাড়িয়ে দেবে। এ নিয়ে মোট ৩ বার শ্রেষ্ঠ সার্জেন্ট পুরস্কার পেলাম।
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2025 কালের নতুন সংবাদ. All rights reserved.