মোহাম্মদ মাসুদ
চট্টগ্রাম আনোয়ারা উপজেলায় ঘূর্ণিঝড় মিধিলির প্রভাবে ৯০ হাজার গ্রাহকের কোনো ঘরেই নেই বাতি। আনোয়ারার বিভিন্ন জায়গায় গাছপালা ভেঙে বিদ্যুৎ ব্যবস্থার ব্যাপক ক্ষতি হয়েছে। গতকাল বিকালের পর থেকে বিদ্যুৎহীন অবস্থায় আছে পুরো এলাকা।
স্থানীয়রা জানান,বিকাল থেকে আনোয়ারার উপকূলীয় বিভিন্ন এলাকায় ধমকা হাওয়া বয়ে যায়। কোন কোন এলাকায় বিদ্যুতের তারের উপর গাছ পড়ায় বন্ধ হয়ে যায় বিদ্যুৎ সরবরাহ। যে কারণে বিকাল ৫টার পর থেকে রাত ৯টায় এই রিপোর্ট লেখা পর্যন্ত বিদ্যুৎহীন অবস্থায় ছিল পুরো এলাকা।
পল্লী বিদ্যুৎ সমিতি আনোয়ারা অফিসের উপমহাব্যবস্থাপক জসিম উদ্দিন জানান, ঘূর্ণিঝড়ের কারণে বিদ্যুৎ লাইনের ক্ষতি হওয়ায় সরবরাহ চালু করতে সময় লাগছে। বৈরাগ ইউনিয়নের চেয়ারম্যান নোয়াব আলী জানান, দুপুর থেকে এলাকায় বিদ্যুৎ না থাকায় দৈনন্দিন জীবনের স্বাভাবিক কর্মকাণ্ডে ব্যাঘাত ঘটেছে।
উপজলো কৃষি র্কমর্কতা রমজান আলী জানান, ঘূর্ণিঝড়ের প্রভাবে কত হেক্টর জমিতে ক্ষয়ক্ষতি হয়েছে তার পরিমাণ নির্ধারণ করা সম্ভব হয়নি।তবে পাকা ধান,শীতকালীন সবজির ক্ষতি হয়েছে।
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2024 কালের নতুন সংবাদ. All rights reserved.