সোহেল রানা:
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য আওয়ামী লীগের দলীয় মনোনয়ন বিক্রি শুরু হয়েছে। শনিবার (১৮ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় আওয়ামী লীগ সভাপতি দলীয় মনোনয়ন ফরম বিক্রি কার্যক্রম আনুষ্ঠানিক উদ্বোধন করেন। দলের প্রথম মনোনয়ন ফরমটি শেখ হাসিনা সংগ্রহ করেছেন।
এর পর থেকেই সারা দেশের দলীয় মনোনয়ন প্রতাশীরা ফরম উত্তোলন শুরু করে। আওয়ামী লীগের ২৩ বঙ্গবন্ধু এভিনিউ কার্যালয়ে মনোনয়ন প্রতাশীদের ফরম উত্তোলন করতে নেতাকর্মী ঢল দেখা যায়।
আজ (১৮ নভেম্বর) দুপুরের দিকে ঝন্টু কুমার সাহা
তিনি মনোনয়ন উত্তোলন করেছেন।
তিনি দীর্ঘদিন থেকে
কিশোরগঞ্জ -৫ (নিকলী- বাজিতপুর) আসনের মানুষদের পাশে থেকে সেবা করে যাচ্ছেন। আমার বিশ্বাস দলীয় সভানেত্রী টানা তিনবারের প্রধানমন্ত্রী আমাকে মনোয়ন দিয়ে এই অঞ্চলের মানুষের সেবা করার আরো সুযোগ করে দিবেন।
ব্যাক্তি ঝন্টু কুমার সাহা তিনি বাজিতপুর উপজেলার হিলচিয়া এলাকার স্বৰ্গীয় জগদীস চন্দ্ৰ সাহার পুএ বর্তমান তিনি
রোড- ১৪১, বাসা নং-০৪, ফ্ল্যাট নং- এ ৩ গুলশান-১, ঢাকা-১২১২। বসবাস করে আসছেন।
ঝন্টু কুমার সাহার শিক্ষা জীবনে
এম.বি.এ, ইনস্টিটিউট অব সাইন্স ট্রেড এন্ড টেকনোলজি, ঢাকা এম.কম (একাউন্টিং), জগন্নাথ বিশ্ববিদ্যালয় কলেজ, ঢাকা বি.কম (অনার্স), জগন্নাথ বিশ্ববিদ্যালয় কলেজ, ঢাকা এইচ.এস.সি (বাণিজ্য), এ.এম.এম কলেজ, ময়মনসিংহ এস.এস.সি (বাণিজ্য), হিলচিয়া উচ্চ বিদ্যালয়, বাজিতপুর, কিশোরগঞ্জ। ব্যাক্তি জীবনের সাথে রাজনৈতিক জীবনেও তিনি সহ-সভাপতি, বাংলাদেশ আওয়ামী লীগ, বাজিতপুর উপজেলা, কিশোরগঞ্জ সাবেক সহ-সভাপতি, বাংলাদেশ ছাত্রলীগ, বাজিতপুর উপজেলা, কিশোরগঞ্জ সাবেক সদস্য, বাংলাদেশ ছাত্রলীগ, হিসাব বিজ্ঞান বিভাগ, জগন্নাথ কলেজ শাখার গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন।
সেই সাথে ব্যবসায়িক হিসেবেও তার যতেস্ট সম্মান অর্জন করেছেন ।
তার মাঝে উল্লেখ যোগ্য হিসেবে -ব্যবস্থাপনা পরিচালক, প্লাষ্টিক কর্নসান (প্রাঃ) লিমিটেড ব্যবস্থাপনা পরিচালক, সাহা ফার্ম হাউজ লিমিটেড পরিচালক, নাহিদ প্লাষ্টিক বি.ডি. লিমিটেড পরিচালক, কোয়েষ্ট এক্সেসরিজ বি.ডি. লিমিটেড স্বত্বাধিকারী, ইউনি প্যাক বি.ডি. স্বত্বাধিকারী, ট্রিম হাউজ স্বত্বাধিকারী, সাহা ইকো পার্ক এন্ড রিসোর্ট। তিনি ব্যবসায়িক অর্জনেও :
জাতীয় রপ্তানি ট্রফি: ২০০২, ২০০৩, ২০০৪, ২০০৫ ও ২০০৬
সি.আই.পি : ২০০৩ ও ২০০৭ সদস্য, জেনারেল বডি এফ.বি.সি.সি.আই সদস্য, কিশোরগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ সদস্য, স্ট্যান্ডিং কমিটি অন ফেয়ার (বিপিজিএমইএ)
সাবেক সাধারণ সম্পাদক, (বিপিজিএমইএ) সাবেক কো-চেয়ারম্যান, স্ট্যান্ডিং কমিটি অন এক্সপোর্ট এন্ড ইপিজেড (বিপিজিএমইএ)
সেই সাথে সামাজিক কর্মকাণ্ডেরও ও অবদান রয়েছে অবদান : প্রতিষ্ঠাতা, পুষ্প রানী আদর্শ বিদ্যানিকেতন, হিলচিয়া, বাজিতপুর, কিশোরগঞ্জ
প্রতিষ্ঠাতা, পুষ্প রানী টেকনিক্যাল ইনস্টিটিউট, হিলচিয়া, বাজিতপুর, কিশোরগঞ্জ
প্রতিষ্ঠাতা, শ্রী শ্রী কালীমন্দির নোয়াকান্দি, হিলচিয়া, বাজিতপুর, কিশোরগঞ্জ
প্রতিষ্ঠাতা, শ্রী শ্রী গোপীনাথ জিউর নাট মন্দির, হিলচিয়া, বাজিতপুর, কিশোরগঞ্জ প্রতিষ্ঠাতা, শ্রী শ্রী রাধাকৃষ্ণ যুগল মন্দিরের নির্মিত নাট মন্দির, কালীকা প্রসাদ, ভৈরব
প্রতিষ্ঠাতা, শ্রী শ্রী লীলাময়ী কালী মন্দিরের নাট মন্দির, নিকলী, কিশোরগঞ্জ
আজীবন সদস্য, ঢাকা মহানগর সার্বজনীন পূজা উদযাপন কমিটি; ইসকন, শ্রী শ্রী গীতা সংঘ
মসজিদ, মাদ্রাসা, মন্দির, স্কুল প্রতিষ্ঠানে তার অনেক দান-অনুদান সর্বমহলে স্বীকৃত। এছাড়াও কোভিড- ১৯ করোনা মহামারিতে বাজিতপুর-নিকলী উপজেলায় প্রায় সাত হাজার অসহায়, দুস্থ মানুষের জন্য খাবারসহ চিকিৎসা দিয়েছেন।
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2024 কালের নতুন সংবাদ. All rights reserved.