1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ০৬:০২ অপরাহ্ন

লিবিয়ার পূর্বাঞ্চলে শুরু হয়েছে শীতের আমেজ

  • প্রকাশ কাল বৃহস্পতিবার, ১৬ নভেম্বর, ২০২৩
  • ১৫৬ বার পড়েছে


ওয়াসিম কামাল লিবিয়া।।
উত্তর আফ্রিকার সাহারা মরুভুমিতে ঘেরা
ভুমদ্ধসাগর পারের দেশ লিবিয়ার দরজায় কড়া নাড়তে শুরু করেছে শীতের আমেজ। বেনগাজী সহ বেনগাজীর পূর্বাঞ্চল মেচ্চা, মেরিজ,আল-বাইদা,লেবরুক,
তুবরুক,দের্না ও গুব্বা তে পাহারী অঞ্চল গুলতো রাত থেকে সকাল পর্যন্ত অনুভূত হতে শুরু করেছে শীতের পরশ। ঘাসের ডগায় জমছে শিশির বিন্দু। পায়ের স্পর্শে অনুভূত হচ্ছে ঠান্ডা।
ভোরের সূর্যোদয়ের মধ্য দিয়ে মিষ্টি রোদ আর সবুজ ঘাসের পাতার ওপর শিশির বিন্দু জানিয়ে দিচ্ছে দরজায় কড়া নাড়ছে শীত।
বোধবার (১৬ নবেম্বর ) ভোরে বিভিন্ন জায়গায় দেখা মিলছে কুয়াশা। বিবিন্ন পাহারের উচুঁ-নিচু ফাকা জায়গা মাজরা গুলতে উঁকি দিচ্ছে নতুন বীজের প্রস্ফুটিত চারা।
তাতে শিশির বিন্দু ছড়িয়ে দিচ্ছে মৃদু শীতলতা।
স্থানীয়রা জানান, ভোরে বেশ কুয়াশা পড়ছে। এখন আর রাতে ফুল স্পিডে ফ্যান চালানো যাচ্ছে না। রাতে কম্বল জড়াতে হচ্ছে শরীরে। ভোর পর্যন্ত শীতের পরশ অনুভব হচ্ছে। তবে ঘন কুয়াশা এবং তীব্র শীত আসতে দেরি আছে।
এদিকে উল্লেক্ষিত এলাকার অনেক মাজরায় শীতের আগাম সবজি চাষে ব্যস্ত সময় পার করছে লিবিয়ার ছোট ছোট কৃষকরা। আলু,ফুলকপি, বাঁধাকপি, কুচা, টমেটো সহ বিভিন্ন ধরনের আগাম শীতকালীন সবজি চাষ নিয়ে।
লিবিয়ানা আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের পর্যবেক্ষক প্রধান বলেন, তাপমাত্রা কমতে শুরু করেছে। শীতের আগমন ঘটছে।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ


প্রযুক্তি সহায়তায় BTMAXHOST