মোঃ ছাবির উদ্দিন রাজু ,ভৈরব ( কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ
কিশোরগঞ্জের কুলিয়ারচরে মঙ্গলবার বিকাল থেকে রাত ১০ টা পর্যন্ত বিভিন্ন এলাকায় ৩ শতাধিক পুলিশ সাড়াঁশি অভিযান চালিয়েছে । কুলিয়ারচরে রেল লাইন কেটে বিধব্বংসী অপরাধ ও পুলিশের উপর হামলা হত্যা চেষ্টা এবং নাশকততার বিরোদ্ধে পুলিশ এ সাড়াঁশি অভিযান চালিয়েছে । অভিযানে রেল লাইন কেটে বিধব্বংসী অপরাধে জড়িত থাকার অভিযোগে ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ ।গ্রেফতারকৃতরা হলো বায়েজিদ ও মোস্তাফিজুর রহমান মামুন । গ্রেফতারকৃতদের মধ্যে মোস্তাফিজুর রহমান মামুনের বিরুদ্ধে ২০১৪ সালে ও রেল লাইন কেটে ফেলার অভিযোগে মামলা রয়েছে । পুলিশ জানায় গত ১১ নভেম্বর ভৈরব –ময়মনসিংহ রেল পথের কুলিয়ারচর অংশে রেল লাইন কেটে বিধব্বংসী কাজ করায় এবং হরতাল অবরোধে চলাকালে পুলিশের উপর হামলা চালিয়ে পুলিশকে হত্যার চেষ্টা করে দূবৃর্ত্তরা । তাদের লক্ষ্য ছিলো নাশকতার পাশাপাশি পুলিশ কে হত্যা করা । তাই যারা রেল লাইন কেটে ফেলেছে এবং পুলিশের উপর হামলা চালিয়েছে তাদেরকে গ্রেফতারে সাড়াঁশি অভিযান চালানো হচ্ছে ।অভিযানে জেলা ও থানা পুলিশের পাশাপাশি পিবিআই,গোয়েন্দা পুলিশ অংশ নেয় । অভিযানে নেতৃত্ব দেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার ( অপরাধ) মোঃ আল-আমিন হোসাইন,অতিরিক্ত পুলিশ সুপার সত্যজিত কুমার ঘোষ ও সহকারি পুলিশ সুপার দেলোয়ার হোসেনসহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা ।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার ( অপরাধ) মোঃ আল-আমিন হোসাইন জানান, গত ১১ নভেম্বর ভৈরব –ময়মনসিংহ রেল পথের কুলিয়ারচর অংশে রেল লাইন কেটে বিধব্বংসী কাজ করায় এবং হরতাল অবরোধে চলাকালে পুলিশের উপর হামলা চালিয়ে পুলিশকে হত্যার চেষ্টা করে দূবৃর্ত্তরা । তাদের লক্ষ্য ছিলো নাশকতার পাশাপাশি পুলিশ কে হত্যা করা । তাই যারা রেল লাইন কেটে ফেলেছে এবং পুলিশের উপর হামলা চালিয়েছে ফুটেজ দেখে তাদের সনাক্ত করে তাদেরকে গ্রেফতারে সাড়াঁশি অভিযান চালানো হচ্ছে।
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2025 কালের নতুন সংবাদ. All rights reserved.