তৌহিদুল ইসলাম সরকার, স্টাফ রিপোর্টার:
ময়মনসিংহের নান্দাইলে সামাজিক সুরক্ষার আওতায় সুবিধা ভোগীদের সাথে মতবিনিময় সভা ও মিলন মেলার আয়োজন করা হয়।’
১১ নভেম্বর (শনিবার) বিকালে রায়পাশা উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে ১২নং জাহাঙ্গীরপুর ইউনিয়নে সামাজিক সুরক্ষার আওতায় সুবিধাভোগীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।’
মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব আনোয়ারুল আবেদীন খান তুহন।’
১২নং জাহাঙ্গীরপুর ইউনিয়ন পরিষদের আয়োজনে ইউপি চেয়ারম্যান মো. কামাল উদ্দীন মন্ডলের সভাপতিত্বে: আরও উপস্থিত ছিলেন, নান্দাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান হাসান মাহমুদ জুয়েল, ময়মনসিংহ জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান-২ ও নান্দাইল উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি আবু বক্কর সিদ্দিক বাহার, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মনোয়ারা জুয়েল, ভাইস চেয়ারম্যান সারোয়ার হাসান জিটু,বীর মুক্তিযোদ্ধা মো. জমির উদ্দিন, ২ নং মোয়াজ্জেমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাসলিমা আক্তার শিউলি, ১০ নং শেরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন মিল্টন ভূঞা, জাহাঙ্গীরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাহমুদুল হাসান হুমায়ূন মাস্টার, জাহাঙ্গীরপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোস্তফা কামাল ওয়ানিছ,উপজেলা আওয়ামী লীগ নেতা দেলোয়ার হোসেন, দেলোয়ার হোসেন বাবুল, হারুন অর রশিদ মিন্টু,নান্দাইল উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মোজাম্মেল হক বাচ্চু,নান্দাইল পৌরসভার ১ নং ওয়ার্ড কাউন্সিলর শাহীনুর রহমান শাহীন, মাওলানা একেএম মোশাররফ হোসেন, ইউপি সদস্যগণ সহ জাহাঙ্গীরপুর ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং জাহাঙ্গীরপুর ইউনিয়নের সামাজিক সুরক্ষার আওতায় সুবিধাভোগীদের একাংশ।’
এসময় মাহফুজুল ইসলাম মিলন মাস্টার ও আব্দুর রাজ্জাক রাজীবের সঞ্চালনায় আমন্ত্রিত অতিথি বৃন্দ ছাড়াও ভাতাভোগীদের পক্ষ থেকে বয়স্ক ভাতা প্রাপ্ত আব্দুস সাত্তার ও বিধবা ভাতা প্রাপ্ত রাহিমা আক্তার মতামত প্রকাশ করতে গিয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা স্বীকার করেন।’
সভাপতির প্রারম্ভিক বক্তব্যে ইউপি চেয়ারম্যান কামাল উদ্দীন মন্ডল জাহাঙ্গীরপুর ইউনিয়ন পরিষদের সামাজিক সুরক্ষার আওতায় সুবিধাভোগীদের তথ্য উপস্থাপন করেন।’
তিনি বলেন জাহাঙ্গীরপুর ইউনিয়নের খাদ্য বান্ধব কর্মসূচির আওতায় ১০ টাকা কেজি চাল ২৫৯৫ জন, ভালনারেবল উইমেন বেনিফিট (ভিডব্লিউবি) ৩০০ জন, বয়স্ক ভাতা ১৯০২ জন, বিধবা ভাতা ৭৮৫ জন, প্রতিবন্ধী ভাতা ৮৫১ জন, মাতৃত্ব ভাতা ১৯৩ জন, টিসিবি কার্ডধারী ১৭৯১ জন সুবিধাভোগী রয়েছেন।’
প্রধান অতিথির বক্তব্যে এমপি তুহিন বলেন-“সন্ত্রাসী দল বিএনপি ক্ষমতায় এলে এ ধরনের সুবিধা বন্ধ হয়ে যেতে পারে, তাই সামাজিক সুরক্ষার আওতায় সুবিধাভোগীর ভাতা চলমান রাখতে শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় রাখতে হবে।’