অধ্যক্ষ ড. গোলসান আরা বেগম
হে মানুষ, তোমার এতো দুঃখ কিসে
হাত পা মেধা বুদ্ধি বিবেক সব আছে
আয়েশের অঙ্গরাজ্য তুলতুলে তোমার
পৃথিবীর আলো বাতাস মধুর মধুর লাগে
ভালোবাসার আকাশটা বুকে নিয়ে ঘুমাও
সুখের সাতকাহন হাত বাড়ালেই পাও।
একবার প্রতিবন্ধির দিকে তাকাও
কত অসাহায় দুঃসহনীয় জীবন তার
ধুকে ধুকে বেঁচে থাকে
কষ্টের কি দেবো বণর্না
সৃষ্টির এ কি নিষ্টুর যন্তণা।
দৃস্টি প্রতিবন্ধি,সারা দুনিয়াটাই তার অন্ধকার
হায় আফসোস, সে জানে না কেমন দেহ গঠন তার
তারও অনুভুতির হৃদয় আছে
ভালোবাসার রাজত্ব আছে
প্রকৃতির কাছে সে কেন অসহায়।
বাঘের হুংকার দেয় যারা
ফ্যাসিবাদী রাজত্ব কায়েম করে
যার তার মাথায় ভাঙ্গে কাঁঠাল
মানবীয় মূল্যবোধকে দেয় কানমলা।
একবারও ভাবে না, তুচ্ছ এই দুনিয়া
সুখের সুখ,ঘুমের বিছানা, কিচ্ছু তার না
দেহে থাকতে প্রাণ,হাতে থাকতে সময়
করে যাও পরের উপকার
পারবে নিঃস্বাথর্বাদী হতে?
স্বার্থবাদী লোভের লালসা ত্যাগ করতে?
পারবে,মানুষ সহনীয় নমনীয়,
সব করতে পারে।
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2024 কালের নতুন সংবাদ. All rights reserved.