মোঃ জহিরুল ইসলাম লিটন, নান্দাইল (ময়মনসিংহ)প্রতিনিধিঃ নান্দাইল ডিজিটাল প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও নান্দাইল প্রেসক্লাবের সাবেক সভাপতি এবং দৈনিক নয়াদিগন্ত পত্রিকার নান্দাইল প্রতিনিধি সিনিয়র সাংবাদিক লেখক ও কলামিষ্ট মরহুম ফজলুল হক ভূঁইয়ার ১ম মৃত্যুবার্ষিকী (২রা নভেম্বর) পালন করেছেন নান্দাইল উপজেলায় কর্মরত সাংবাদিকবৃন্দ।
নান্দাইল ডিজিটাল প্রেসক্লাবের আয়োজনে প্রেসক্লাবের সভাপতি জহিরুল ইসলাম লিটনের সঞ্চালনায় স্মরণসভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন নান্দাইল প্রেসক্লাব এর সভাপতি এনামুল হক বাবুল,বিশেষ অতিথি কালের কন্ঠের আঞ্চলিক প্রতিনিধি রবিউল আলম ফরায়েজী।এসময় উপস্থিত ছিলেন নান্দাইল ডিজিটাল প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি সেলিম ভূঁইয়া, নান্দাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইলিয়াস উদ্দিন ফকির রঞ্জু, নান্দাইল মডেল প্রেস ক্লাবে'র সভাপতি আহসান মাহমুদ কাদের ভূইয়া, সাধারণ সম্পাদক সারোয়ার জাহান রাজিব, সিনিয়র সাংবাদিক হাজী রফিকুল ইসলাম খোকন, এবি ছিদ্দিক খসরু, সমকাল প্রতিনিধি প্রবাল কান্তি মজুমদার,মোখলেছুর রহমান,রফিকুল ইসলাম মোড়ল, ফরিদ মিয়া,মিন্টু মিয়া, আমিনুল ইসলাম আশিক, নজরুল ইসলাম,তাজুল ইসলাম,সুমন আহমেদ রেজভী,মোমিনুল ইসলাম মোমেন, শামছুল হক, মোশাররফ হোসেন, খায়রুল ইসলাম সহ প্রমুখ৷
আলোচনা শেষে বিশেষ দোয়া পরিচালনা করেন হাফেজ মিজানুর রহমান হারুন।
মরহুম ফজলুল হক ভূঁইয়া ২০২২ সালের এই দিনে হৃদরোগে আক্রান্ত হয়ে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে মৃত্যু বরণ করেন। তিনি সাপ্তাহিক আল মিনার পত্রিকার মাধ্যমে সাংবাদিকতা শুরু করেন। একাধারে ৩৬ বছর দেশের বিভিন্ন সংবাদ মাধ্যমে সাংবাদিকতা করেছেন। সর্বশেষ নয়াদিগন্ত পত্রিকায় দীর্ঘদিন কাজ করেছেন। তিনি একজন সাদা মনের মানুষ ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী,তিন ছেলে, এক মেয়ে সহ অসংখ্য গুণাগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুবার্ষিকীতে নান্দাইল ডিজিটাল প্রেসক্লাব,ও নান্দাইল প্রেসক্লাবে এক স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2025 কালের নতুন সংবাদ. All rights reserved.