ডেস্করিপোর্ট : কিশোরগঞ্জের ইটনা থানা পুলিশ কর্তৃক ৫১০ (পাঁচশত দশ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার; ০২ জন আসামী গ্রেফতার ও ০২জন পলাতক।
কিশোরগঞ্জ জেলার ইটনা থানার এসআই(নিঃ) মো: কামাল হোসেন গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্সের সহায়তায় ০৫/১১/২০২৩ খ্রি: ১৫.০০ ঘটিকায় ইটনা থানাধীন ছিলনী (নুরপুর) সাকিনে ধৃত আসামী চুন্নু মিয়ার বাড়িতে অভিযান পরিচালনা করে। ঐ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় আসামী- ১। মোঃ চুন্নু মিয়া (৫৮), পিতা- মৃত হাজী হায়েত আলী, ২। দিলোয়ারা বেগম (৫৫), স্বামী- মোঃ চুন্নু মিয়া, উভয় সাং-ছিলনী (নুরপুর), থানা- ইটনা, জেলা- কিশোরগঞ্জকে গ্রেফতার করে এবং আসামীদের হেফাজত হতে তাদের (আাসমীদের) নিজ হাতে বের করে দেয়া মতে মোট ৩১০ (তিনশত দশ) পিস ইয়াবা ট্যাবলেট এবং ধৃত আসামীদের দেখানো মতে পলাতক আসামী ৩। শ্যামল (৩৫), পিতা- মোঃ চুন্নু মিয়া, ৪। রুবি বেগম (৩০), স্বামী- শ্যামল, উভয় সাং- ছিলনী (নুরপুর), থানা- ইটনা, জেলা- কিশোরগঞ্জ এর বসতঘরের খাটের তোষকের নিচ হতে ২০০ (দুইশত) পিস ইয়াবা ট্যাবলেট; সর্বমোট ৫১০(পাঁচশত দশ) পিস ইয়াবা ট্যাবলেট নামক মাদকদ্রব্য (এ্যাম্ফিটামিন) উদ্ধার করে ১৫:৪৫ ঘটিকায় জব্দ তালিকামুলে জব্দ করে হেফাজতে নেয়। এ ঘটনায় গ্রেফতারকৃত ২জন এবং পলাতক ২জন; মোট ৪জনের বিরুদ্ধে ইটনা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2025 কালের নতুন সংবাদ. All rights reserved.