রমজান আলী জুয়েল,
বেলাব (নরসিংদী) প্রতিনিধিঃ-সমবায়ে গড়ছি দেশ, স্মার্ট হবে বাংলাদেশ” এই স্লোগান কে সামনে রেখে
৫২ তম জাতীয় সমবায় দিবস উদযাপন উপলক্ষে নানা কর্মসূচি পালন করেন নরসিংদীর বেলাব উপজেলা প্রশাসন ।
৪ ঠা নভেম্বর শনিবার সকালে উপজেলার থেকে এক বর্নাঢ্য র্যালী বের করা হয়। র্যালীটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদে এসে শেষ হয়। পরবর্তীতে হলরুমে সমবায়ীদের সমাবেশ ও আলোচনা সভা অনুৃষ্ঠিত হয়।
বেলাব উপজেলা সমবায় কর্মকর্তা আয়মন আরার বেগমের সঞ্চালনায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন নির্বাহী অফিসার আয়শা জান্নাত তাহেরা। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তানভীর আহমেদ,সহ স্থানীয় অন্যান্য নেতৃবৃন্দ, সমবায়ীদের সামনে সরকারের উন্নয়ন কর্মসচিূ তুলে ধরে বক্তব্য রাখেন আয়শা জান্নাত তাহেরা নির্বাহী অফিসার বেলাব, নরসিংদী।
স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমবায় অফিসার আয়মন আরা বেগম।
অনুষ্ঠানে উপজেলা শ্রেষ্ঠ সমবায়ীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়।
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2025 কালের নতুন সংবাদ. All rights reserved.