নিজস্ব সংবাদদাতা
আজ শুক্রবার (০৩ নভেম্বর) বাংলাদেশ ক্রীড়া সংস্থা'র ব্যবস্থাপনায় এবং ময়মনসিংহ জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ময়মনসিংহ সার্কিট হাউজ মাঠে শেখ কামাল অনুর্ধ্ব-১৮ 'বিভাগীয় ক্রিকেট টুর্নামেন্ট ২০২৩-২০২৪' এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।
ময়মনসিংহ জেলা পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা পিপিএম ও সহ-সভাপতি, ময়মনসিংহ জেলা ক্রীড়া সংস্থা এর সভাপতিত্বে অনুষ্ঠিত আজকের এই অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি ময়মনসিংহ জেলার জেলা প্রশাসক মোস্তাফিজার রহমান ও সভাপতি, জেলা ক্রীড়া সংস্থা, ময়মনসিংহ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ জহিরুল ইসলাম, সহ-সভাপতি, ময়মনসিংহ জেলা ক্রীড়া সংস্থা, এহ্তেশামুল আলম, সভাপতি, ময়মনসিংহ জেলা আওয়ামী লীগ ও সাধারণ সম্পাদক, ময়মনসিংহ জেলা ক্রীড়া সংস্থা। এছাড়াও, ক্রীড়া সংস্থার অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
আমন্ত্রিত অতিথিবৃন্দ তাঁদের পৃথক বক্তব্যে বলেন, মাদক ও বিভিন্ন সাইবার অপরাধ থেকে সমাজকে বাঁচাতে খেলাধুলার কোনো বিকল্প নেই। তাঁরা এই টুর্নামেন্টের সফলতা কামনা করেন। এই টুর্নামেন্ট তরুণদের প্রাণে নতুন উদ্যম তৈরি করবে। তাঁরা এই সুন্দর আয়োজনের জন্য বাংলাদেশ ক্রিকেট সংস্থা ও ময়মনসিংহ জেলা ক্রীড়া সংস্থাকে ধন্যবাদ জানান।
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2025 কালের নতুন সংবাদ. All rights reserved.