তৌহিদুল ইসলাম সরকার, স্টাফ রিপোর্টার:
কিশোরগঞ্জের হোসেনপুরে সেতু আক্তার (১৪) নামের নবম শ্রেণীতে পড়ুয়া এক স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার করেছে হোসেনপুর মডেল থানা পুলিশ।
সে লুলিকান্দি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী। ওই এলাকার মৃত কেরামত মেম্বরের বাড়ি'র রসুল মিয়ার মেয়ে সেতু।
বুধবার (১লা নভেম্বর) বিকেলে হোসেনপুর উপজেলা গোবিন্দপুর ইউনিয়নের মধ্য লুলিকান্দি এলাকা থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়,সবার অগোচরে দুপুরে সেতু আক্তার নিজ বাড়িতে একটি পরিত্যক্ত ঘরের আড়ার সঙ্গে রশিতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।
প্রথমে তার মা জহুরা খাতুন বলেন,মেয়েকে খোঁজাখুঁজি করে কোথাও না পেয়ে হঠাৎ দরজা আটকানো একটি পরিত্যক্ত ঘরের বাহির থেকে ঝুলন্ত অবস্থায় দেখে চিৎকার শুরু করেন।
পরে স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে খবর পেয়ে হোসেনপুর থানা পুলিশ বিকেলে মৃতদেহটি উদ্ধার করে, প্রাথমিক সুরতহাল তৈরি করে ময়নাতদন্তের জন্য, নিহতের মরদেহ কিশোরগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে হোসেনপুর থানার অপারেশন অফিসার এসআই সৈয়দ আবদুস ছাত্তার জানান, "প্রাথমিকভাবে ধারণা করছি তরুণী আত্মহত্যা করেছেন। পরিবারের কাছ থেকে কোন অভিযোগ না থাকায় অপমৃত্যু মামলা হবে।
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2025 কালের নতুন সংবাদ. All rights reserved.