সঞ্জিত চন্দ্র শীল
হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি:
অপপ্রচার ও বিভ্রান্ত রোধে এবং নতুন ক্যারিকুলাম বাস্তবায়নে হোসেনপুর সরকারি মডেল পাইলট স্কুল এন্ড কলেজের স্কুল শাখার ষষ্ঠ ও সপ্তম শ্রেনীর অভিভাবকদের নিয়ে সচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে আসাদুজ্জামান খান অডিটোরিয়াম হলরুমে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের কৃষি শিক্ষক মো: খায়রুল ইসলাম ও শরীর চর্চা শিক্ষক মোঃ আবুল হাসেম এর সঞ্চালনায় অনুষ্ঠিত অভিভাকদের নিয়ে সমাবেশে বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ কে এম আবু রায়হান সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ। এছাড়াও অভিভাবক হিসেবে উপস্থিত ছিলেন হোসেনপুর মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সঞ্জিত চন্দ্র শীল। শিক্ষক মধ্যে উপস্থিত ছিলেন মিজানুর রহমান, আবুল কালাম, ফারজুল ইসলাম, রেজাউল করিম ফিরোজ,আব্দুল ওয়াদুদ মকসুদ, অভিভাবক ও হোসেনপুর মডেল প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক সাংবাদিক মোঃ সাজন আহমদ প্রমুখ। এছাড়াও স্কুলের শিক্ষার্থীদের অভিভাবক বৃন্দ উপস্থিত ছিলেন।