সোহেল রানা রাজশাহী বিভাগীয় ব্যুরো প্রধান
রাজশাহীতে অস্ত্র হাতে নৃত্য করা ৭ তরুণ আটক
রাজশাহীতে অস্ত্র হাতে নৃত্য করে ভাইরাল ৭ তরুণকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার দিবাগত রাতে মালদা কলোনিসহ নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটক তরুণেরা হলেন—মো. সোহেল রানা (২১), মো. মনিরুল ইসলাম অপূর্ব (২২), মো. রফিকুল ইসলাম সম্রাট (২১), মো. নাজমুস সাকিব আবির (২১), মো. মোহাইমিনুল শেখ (২০), মো. জিসাদ (২০) ও মো. মারুফ হোসেন (২১)। এঁরা সবাই নগরীর শাহমখদুম থানার বাসিন্দা।
বুধবার দুপুরে শাহ মখদুম থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব জানান শাহ মখদুম থানার উপপুলিশ কমিশনার নূর আলম সিদ্দিকি। তিনি বলেন, ‘রাজশাহীতে কিশোরগ্যাংয়ের একটি তালিকা করা আছে। এরা এই তালিকার বাইরে। এরা নতুন কিশোরগ্যাং। গতকাল রাতে ভিডিওটি নজরে আসার পর থেকেই পুলিশ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করে।’
উপপুলিশ কমিশনার বলেন, ‘নৃত্যের সময় তাঁদের কাছে যেসব অস্ত্র দেখা গিয়েছিল, সেসব অস্ত্রও উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’
এর আগে মঙ্গলবার রাতে রাজশাহীর রাস্তায় প্রকাশ্যে অস্ত্র হাতে নৃত্যের একটি ভিডিও ভাইরাল হয়। ১৭ সেকেন্ডের ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।
ভিডিওতে দেখা যায়, চাইনিজ কুড়াল, ধারালো ছুরি ও রামদা হাতে কিশোরগ্যাংয়ের সদস্যরা নাচানাচি করছেন। ঢাকের তালে তালে নাচছেন তাঁরা। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর থেকেই কাজ শুরু করে পুলিশ। পরে রাতে অভিযান চালিতে তাঁদের আটক করা হয়।
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2025 কালের নতুন সংবাদ. All rights reserved.