সরকার অরুণ যদু (কুড়িগ্রাম) প্রতিনিধি।।
“স্মার্ট যুব সমৃদ্ধ দেশ,বঙ্গবন্ধুর বাংলাদেশ”প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় যুব দিবস ২০২৩ উদযাপিত হয়েছে।
বুধবার দিবসটি উপলক্ষে উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তর দিনব্যাপী নানা কর্মসূচি পালন করে।
কর্মসূচির মধ্যে ছিল বর্ণাঢ্য যুব রেলী, আলোচনা সভা,জঙ্গিবাদ বিরোধী জনসচেতনতা মূলক অনুষ্ঠান,প্রশিক্ষণ কোর্স উদ্ধোধন, যুব ঋণের চেক বিতরণ, সনদপত্র প্রদান,সফল আত্নকর্মী, যুব সংগঠক ও শ্রেষ্ঠ যুব সংগঠনের মাঝে সম্মাননা স্মারক প্রদান এবং সংস্কৃতিক অনুষ্ঠান।
শুরুতে পায়রা অবমুক্ত করন ও জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিবসের সূচনা করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা কাবেরী রায়ের সভাপতিত্বে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহিদ ইকবাল সোহরাওয়ার্দী বাপ্পি। অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন,উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আবুনূর মোহাম্মদ আক্তারুজ্জামান, সাধারণ সম্পাদক অধ্যক্ষ আবুল কালাম আজাদ, রাজারহাট প্রেসক্লাব সভাপতি সরকার অরুণ যদু,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রব,উপজেলা ছাত্রলীগের সভাপতি সুমন রায় সহ অনেক। আলোচনার শুরুতে স্বাগত বক্তব্য প্রদান করেন উপজেলা উপজেলা যুব উন্নয়ন অফিসার ইব্রাহীম খলিল প্রমূখ। #