ফারজানা আক্তার, কুলিয়ারচর প্রতিনিধিঃ বিএনপির ডাকা তিনদিন অবরোধের প্রথমদিনে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ হয়।
আজ ৩১ অক্টোবর সকাল ৯ ঘটিকার সময় কিশোরগঞ্জের কুলিয়ারচর ছয়সূতী ইউনিয়ন উচ্চ বিদ্যালয় ও কলেজের সামনে পুলিশ ও বিএনপির সংঘর্ষে পুলিশের গুলিতে বিএনপির দুই জন নেতা কর্মী নিহত হয়। এবং বেশ কয়েকজন পুলিশ সদস্য সহ শতাধিক নেতাকর্মী আহত হয়।
নিহতরা হলেন, ছয়সূতী ইউনিয়ন বিএনপি ছাত্রদলের সহ সভাপতি রিফায়েতুল্লাহ তনয়(২২) এবং ছয়সূতী ইউনিয়নের কৃষক দলের সভাপতি বিল্লাল মিয়া (৫০)।
বেলা ১২ টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলাম লুনা দুইজন নিহতের বিষয়টি নিশ্চিত করে জানান, এ বিষয়ে আমরা উপর মহলে তথ্য পাঠিয়েছি রিপোর্ট তৈরি হচ্ছে। আইনগত ব্যবস্থা যা নেওয়ার তা নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2025 কালের নতুন সংবাদ. All rights reserved.