অধ্যক্ষ ড. গোলসান আরা বেগম
কেউ থাকে এসি ঘরে
সুখে নাক ডাকে
দুঃখের মুল্য বোঝে না
দুধ ভাতে থাকে।
কেউ থাকে ফুটপাতে
ক্ষুধায় করে লড়াই
এ দেশটা তাদের ও
ভাবে কি সবাই।
রিচ ফুড ফাস্ট ফুড
তা নাই ভাগ্যে
জুটে মোটে লবন লংকা
তাই ভাল্লাগে।
রোগে শোকে ধুকে ধুকে
মরে ফুটপাতে
এক মুঠো ভাতের খোঁজে
ঘামে দিনে রাতে।
লুটেরা করে লুটপাট
হয় মোটা তাজা
গরীব দুঃখী কেন পায়
জীবন যুদ্ধে সাজা।
মোট কথা দেশটাতে
হচ্ছে কি
চালচোর তেলচোর
তারাই সুখী।
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2024 কালের নতুন সংবাদ. All rights reserved.