সঞ্জিত চন্দ্র শীল
হোসেনপুর (কিশোরগঞ্জ)প্রতিনিধিঃ
কিশোরগঞ্জের হোসেনপুরে বিভিন্নস্থানে অভিযান চালিয়ে পুলিশ বিএনপির ১২ নেতা কর্মীকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃতরা হলেন- উপজেলার দক্ষিণ গোবিন্দপুর গ্রামের রতন মিয়ার পুত্র শাকিল হাসান (২৯), পৌরসভার ৬ নং ওয়ার্ডের পূর্ব ঢেকিয়া গ্রামের মৃত আমির উদ্দিনের পুত্র নজরুল ইসলাম (৪০), দক্ষিণ গোবিন্দপুর গ্রামের তাহের উদ্দিনের পুত্র রিফাত উদ্দিন (১৯), একই গ্রামের নূরুল ইসলামের পুত্র সোহেল রানা (৩২), জামাইল গ্রামের মৃত সিরাজ উদ্দিনের পুত্র শফিকুর রহমান জুয়েল (৪৬), দক্ষিণ গোবিন্দপুর কেচুরিয়া গ্রামের সোহরাব উদ্দিনের পুত্র মুজিবুর মিয়া (২৪), হোসেনপুর পৌরসভার ১ নং ওয়ার্ডের পদুরগাতী গ্রামের মৃত আখতার উদ্দিনের পুত্র আবুল কালাম আজাদ (৪২), আনুহা গ্রামের মৃত ছফির উদ্দিনের পুত্র মজলু মিয়া( ৪০),হারেঞ্জা গ্রামের মৃত ফজলুল হক মেম্বারের পুত্র উজ্জ্বল মিয়া( ৩৫), সহোদর ভাই হুমায়ুন কবির ( ৪০), নামা সিদলা গ্রামের ফয়েজ উদ্দিনের পুত্র টুটুল মিয়া (৩৫) এবং উত্তর গোবিন্দপুর গ্রামের রিয়াজ উদ্দিনের পুত্র হান্নান মিয়া(৩০)। উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক স্পেশাল পিপি অ্যাডভোকেট মোঃ মঞ্জুরুল ইসলাম জুয়েল জানান, বিএনপির চলমান কর্মসূচি নস্যাৎ করতে পুলিশ পরিকল্পিত ভাবে বিএনপির নেতাকর্মীদের গণগ্রেফতার করেছে। এছাড়াও গত মহাসমাবেশেল আগে একই কায়দায় উপজেলা বিএনপির আরো পাঁচ নেতাকে গ্রেফতার করে পুলিশ। তিনি অবিলম্বে সকল গ্রেফতারকৃত নেতাকর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার করে নিঃশর্ত মুক্তির দাবি জানান।
এ ব্যাপারে হোসেনপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আসাদুজ্জামান টিটু তাদের গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বলেন গত শনিবার রাতে উপজেলার বিভিন্ন স্থান থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। পৌর এলাকার কুড়িঘাট মোড়ে নাশকতা ও পুলিশের গাড়ি ভাংচুরের মামলায় ১২জনকে নেতা কর্মীকে গ্রেফতার করে গতকাল রোববার সকালে গ্রেফতারকৃতদের কিশোরগঞ্জ কোর্টে সৌপদ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2025 কালের নতুন সংবাদ. All rights reserved.