স্টাফ রিপোর্টার:জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত হয়ে গেল “মুক্তিযুদ্ধের কাঙ্খিত বাংলাদেশ নিমার্ণে ঐক্যবদ্ধ প্রগতিশীল গণতান্ত্রিক শক্তির ভূমিকা ” শীর্ষক সেমিনার।
গত শনিবার, ২১ অক্টোবর সকাল সাড়ে ১১ টায় জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হল রুমে গণতন্ত্রী পার্টির আয়োজনে অনুষ্ঠিত হয়।উক্ত সভায় অনলাইনে যুক্ত হয়ে উদ্বোধনী বক্তব্য রাখেন গণতন্ত্রী পার্টির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ব্যারিস্টার মোহাম্মদ আরশ আলী।সেমিনারে বক্তব্য রাখেন জেপি (মন্জু) সাধারণ সম্পাদক শেখ শহীদুল ইসলাম, সাবেক মন্ত্রী ও ওয়াকার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন এমপি, সম্মিলিত ইসলামী জোটের সভাপতি জিয়াউল হাসান, ন্যাপ সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী ফারুক, গণতান্ত্রিক মজদুর পার্টির সাধারণ সম্পাদক বদরুদ্দোজা চৌধুরী, গণতন্ত্রী পার্টি সভাপতি মন্ডলীর সদস্য এ্যাডভোকেট জহুরুল ইসলাম প্রমুখ।সেমিনারে সভাপতিত্ব করেন গণতন্ত্রী পার্টির নির্বাহী সভাপতি ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রো-ভিসি অধ্যাপক ডা :শহীদুল্লাহ শিকদার এবং সভা পরিচালনা করেন গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট ভূপেন্দ্র ভৌমিক দোলন।এসময় উপস্থিত ছিলেন গণতন্ত্রী পার্টির নেতা এ্যাডভোকেট গাজী এনায়েতুর রহমান, ফরিদ আহমেদ, এ্যাডভোকেট ফুয়াদ হোসেন,শফি রেজা নূর, মিরাজুল ইসলাম,কমল ঘোষ, হরি প্রসাদ মিত্র, সৈয়দা আলতাফ শিল্পী,সাংবাদিক আবুল মনসুর লনু, সাংবাদিক দিলোয়ার হোসাইন নানক,হাবিবুর রহমান দুলাল, সেলিম রেজা পিন্টুসহ প্রমুখ।