1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ০৯:১৪ অপরাহ্ন

নান্দাইলে ট্রাক-অটোর সংঘর্ষে নিহত মামী-ভাগ্নে ও আহত ৩

  • প্রকাশ কাল শনিবার, ২১ অক্টোবর, ২০২৩
  • ৯৮ বার পড়েছে

তৌহিদুল ইসলাম সরকার, স্টাফ রিপোর্টার:

ময়মনসিংহের নান্দাইল উপজেলায় তৈলবাহী ট্রাক ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে‌ ২জন নিহত আরো ৩ জন আহত হয়েছেন।

গত (২০ অক্টোবর) রাত আটটার দিকে উপজেলার মুসল্লী ইউনিয়নের কাওয়ালগাতী নামক স্থানে ময়মনসিংহ- কিশোরগঞ্জ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

এ‌ দুর্ঘটনায় নিহতারা হলেন, শেরপুর ইউনিয়নের দক্ষিণপাড়া একই গ্রামের মৃত নুরুল ইসলাম ফকিরের মেয়ে,শামসুন্নাহার (৩৫) ও আব্দুল হান্নানের ছেলে হৃদয় মিয়া (২৮), তারা সম্পর্কে মামী-ভাগ্নে।

স্থানীয় ও প্রত্যক্ষ সূত্রে জানা যায়, সন্ধ্যায় কিশোরগঞ্জ থেকে একটি অটোরিকশা যাত্রী নিয়ে নান্দাইল যাচ্ছিল। পথি মধ্যে মুসল্লী কাওয়ারগাতি নামক স্থানে পৌঁছালে মহাসড়কের পাশে রাখা বালুর স্তুপ, পাশ কাটাতে গিয়ে অটো রিক্সাটি মহাসড়কের মাঝখানে চলে যায়। এ সময় বিপরীত দিক থেকে আশা একটি তৈলবাহী ট্রাক অটো রিক্সাটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে অটো রিক্সার ২যাত্রী নিহতসহ আরোও ৩জন আহত হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন, নান্দাইল হাইওয়ে থানার ওসি মোঃ শফিউর রহমান। তিনি জানান লাশ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ


প্রযুক্তি সহায়তায় BTMAXHOST