ডেস্ক রিপোর্ট : কিশোরগঞ্জ ডিবি কর্তৃক আলাদা আলাদা অভিযানে ৩১০ (তিনশত দশ) পিস ইয়াবা ট্যাবলেটসহ ৩ জন গ্রেফতার।
কিশোরগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) এসআই (নিঃ)/মোঃ ফারুক আহমেদ গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় অফিসার-ফোর্সের সহায়তায় ১৯/১০/২৩ খ্রি: ২৩.৪০ ঘটিকায় কিশোরগঞ্জ সদর থানাধীন পৌরসভাধীন পশ্চিম তারাপাশা সাকিনস্থ রেল স্টেশনের পশ্চিম পাশে মেসার্স মা বাবা সাইকেল ষ্টোরের সামনে একরামপুর হইতে যশোদলগামী পাকা রাস্তার উপর হইতে অভিযান পরিচালনা করে আসামি ১। সজিব (২০), পিতা-মজিবর সাং-কানিকাটা (বিলপাড়) থানা-কিশোরগঞ্জ জেলা-কিশোরগঞ্জ ২। সম্রাট বাহাদুর (২৪) পিতামৃত- এনামুল হক সাং-উরদিঘী (মরিচখালি) থানা- করিমগঞ্জ জেলা কিশোরগঞ্জ দের গ্রেফতার করে এবং আসামিদের হেফাজত থাকা সর্বমোট ১১০ (একশত দশ ) পিস ইয়াবা ট্যাবলেট নামক মাদকদ্রব্য উদ্ধার করে ২৩.৪০ ঘটিকায় জব্দ তালিকামূলে জব্দ করে হেফাজতে নেয়।
অপরদিকে এসআই (নিঃ)/মোঃ জামিরুল ইসলাম গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় অফিসার-ফোর্সের সহায়তায় ১৯/১০/২৩ খ্রি: ২৩.১৫ ঘটিকায় ভৈরব থানাধীন কালিপুর পশ্চিমপাড়া সাকিনস্থ হান্নান মিয়া (৩৪), পিতামৃত-আঃ আলী এর মুদির দোকানের সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে আসামি মনির মিয়া (৪০), পিতা-মৃত ইয়াকুব মোল্লা, সাং-শোজামোড়া, থানা-বিজয়নগর, জেলা-ব্রাহ্মণবাড়িয়াকে গ্রেফতার করে এবং আসামির হেফাজত থাকা সর্বমোট ২০০ (দুই শত) পিস ইয়াবা ট্যাবলেট নামক মাদকদ্রব্য উদ্ধার করে ২৩.৩০ ঘটিকায় জব্দ তালিকামূলে জব্দ করে হেফাজতে নেয়। উপরোক্ত ০২টি ঘটনায় কিশোরগঞ্জ সদর থানা ও ভৈরব থানায় সংশ্লিষ্ট আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। ধৃত আসামীদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হচ্ছে।