আঃ হামিদ মধুপুর টাঙ্গাইল প্রতিনিধিঃ
শেখ রাসেল দীপ্তিময়, নির্ভীক নির্মল দুর্জয়’ এই উপপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলের মধুপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে শেখ রাসেলের ৬০ তম জন্মদিন পালিত হয়েছে।
বুধবার (১৮ অক্টোবর) সকাল ৯টায় মধুপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ শেষে দোয়া ও বর্ণাঢ্য র্র্যালী বের করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন,উপজেলা নির্বাহী অফিসার শামীমা ইয়াসমীন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সরোয়ার আলম খান আবু, পৌর মেয়র সিদ্দিক হোসেন খান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শরীফ আহমেদ নাসির, সহকারী কমিশনার (ভুমি) জাকির হোসাইন, আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি এডভোকেট ইয়াকুব আলী, জেলা আওয়ামী লীগের সদস্য ডাঃ মীর ফরহাদুল আলম মনি, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক জিহাদি, মহিষমারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহির উদ্দিন, কুড়ালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আঃ মান্নান, অরনখোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আঃ রহিম, বেরিবাইদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুলহাস উদ্দিন সহ আওয়ামীলীগের অন্যান্য সহযোগী অঙ্গ সংগঠন এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠান শেষে শেখ রাসেল দিবস ২০২৩ উপলক্ষ্যে চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ ও মধুপুর উপজেলার শ্রেষ্ঠ "শেখ রাসেল" ডিজিটাল ল্যাব নির্বাচিত ৩ টি শিক্ষা প্রতিষ্ঠানকে পুরস্কার প্রদান করা হয়।
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2025 কালের নতুন সংবাদ. All rights reserved.