1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
বুধবার, ১৪ মে ২০২৫, ০৬:৪৬ অপরাহ্ন
শিরোনাম
কিশোরগঞ্জে স্বামীর নির্যাতনে বিষপানে মৃত্যুর অভিযোগ লিবিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়েএক জরুরি ব্রিফিং অনুষ্ঠিত লক্ষ্মীপুরে মাদ্রাসা ছাত্রকে হত্যার অভিযোগে শিক্ষক আটক চট্টগ্রামের ২৭ জন শীর্ষ সাংবাদিকসহ ৩৮ জনের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের আহবান -বিএমইউজে পাকুন্দিয়ার মঙ্গলবাড়িয়াতে লিচুর বাম্পার ফলন কিশোরগঞ্জে সরকারি কর্মচারীদের ৭ দফাদাবীসহ স্মারকলিপি প্রদান তাড়াইলে নব যোগদানকৃত নির্বাহী অফিসারের মতবিনিময় সভা লিবিয়াতে ভয়াবহ সংঘর্ষ নতুন করে যুদ্ধের আশংকা পাকুন্দিয়ায় ডেভিল হান্টের বিশেষ অভিযানে আওয়ামী লীগের ২ নেতা গ্রফতার ফেরিঘাট ইজারায় অনিয়মের অভিযোগ

সাধারণ মানুষের মন জয় করা এক ডিবি পুলিশের অফিসার ইনচার্জ : ফারুক হোসেন

  • প্রকাশ কাল মঙ্গলবার, ১৭ অক্টোবর, ২০২৩
  • ১৬১ বার পড়েছে

গোলাম কিবরিয়া পলাশ, ময়মনসিংহঃ
তার ছুটে চলা সর্বত্র, কখনও তিনি লাঠি হাতে মহাসড়কে, কখনও মানুষের দুঃখ-কষ্ট, সমস্যা নিরসনে দুর্গম পথে, আবার কখনও সমস্যা সমাধানে গ্রামের মেঠোপথে ছোটাছুটি, এসবের একটাই লক্ষ্য পুলিশি সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেয়া।

বলছি মানবিক এক পুলিশ অফিসারের কথা, তার নাম মো: ফারুক হোসেন, ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখার ইনচার্জ, একজন ওসি, ময়মনসিংহের চাকুরিতে যোগদানের পর থেকেই দুরন্ত এই পুলিশ অফিসার দায়িত্ব পালনের ভৌগোলিক সীমা সামান্য হলেও তার কাছে সহায়তা চাওয়ার ক্ষেত্রে যেন নেই কোনো সীমারেখা, আইনগত সহায়তা, চিকিৎসা সহায়তা কিংবা পরামর্শ চেয়ে তার কাছে কল আসে।

ময়মনসিংহ জেলাসহ এলাকা জুড়ে ছড়িয়ে থাকা সাধারন মানুষের, মানবিক ও ব্যতিক্রমী সব উদ্যোগ নিয়ে মানুষের হৃদয়ে ঠাঁই পাওয়া এই পুলিশ কর্মকর্তার মানবিক আচরণের কারণে সে যেখানেই চাকরিতে যোগ দেন সেখানেই দল মত নির্বিশেষে জনসাধারণের ঢল নেমে আসে ।

ডিবি পুলিশের ওসি – ফারুক হোসেন বলেন, ‘আমি মানুষের আস্থার ঠিকানা হতে চাই, তারা স্বপ্নে যে পুলিশ প্রত্যাশা করে, আমি সেই পুলিশ হয়ে বাঁচতে চাই, শুধু পদাধিকার বলে নয়, হতে চাই জনগণের প্রত্যাশার ওসি, মানুষের মনে দীর্ঘদিন ধরে যত নেতিবাচক ধারণা সব মুছে দিতে চাই।

মানুষের মাঝে থাকা পুলিশভীতি দূর করতে ডিবির ওসি নিজেই ছুটে চলে বিভিন্ন এলাকায়, সেখান থেকে মাদক, ইভটিজিং সহ অন্যান্য অপরাধ ও অপরাধী সম্পর্কে ধারণা নেন তিনি, সমাধানযোগ্য বিষয়গুলো তাৎক্ষণিক সমাধান করেন, বাকি সমস্যাগুলো নোটবুকে টুকে রেখে তারপর সমাধান করার চেষ্টা করেন, এই উদ্যোগ পুলিশ- জনতা আস্থার সম্পর্ক তৈরির পাশাপাশি অপরাধ ও অপরাধীদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধেও ব্যাপক ভূমিকা রাখে, ওসি ফারুক হোসেনের এই উদ্যোগের ফলে অপরাধ জগত থেকে স্বাভাবিক জীবনে আসতে শুরু করেছে অনেকেই।

বর্তমানে ডিবি পুলিশের ওসি ফারুক হোসেন ব্যস্ত মাদকশূন্য ও সামাজিক ও রাজনৈতিক দাঙ্গা-হাঙ্গামা মুক্ত এলাকা গড়তে, দেশের প্রথম মাদকশূন্য জেলা গড়তে চান তিনি, এ লক্ষ্যে ময়মনসিংহ জেলার প্রতিটি উপজেলায় এলাকাভিত্তিক অভিযানও শুরু করেছেন।

একজন ডিবির ওসি সাধারন মানুষকে এ ধরনের সেবা দেওয়া চোখে পড়ার মত, সাধারন মানুষ সহজেই তার কাছে গিয়ে কথা বলতে পারে বিধায় জনগন খুবই খুশি, নিরহংকারী একজন সাদামাটা মানুষ। সকল শ্রেনী পেশার মানুষজন ডিবি পুলিশের ওসি ফারুক হোসেন এর সাথে কথা বলে আইনি সেবা পাওয়ায় সাধারণ ময়মনসিংহের সর্বস্তরের জনসাধারণ এই ওসির সর্বোপরি মঙ্গল কামনা করেন।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ


প্রযুক্তি সহায়তায় BTMAXHOST