ডেস্করিপোর্ট : কিশোরগঞ্জ ডিবি কর্তৃক ভৈরব থানা এলাকা হতে ৭০ (সত্তর ) কেজি গাঁজাসহ ২ জন গ্রেফতার।
কিশোরগঞ্জ জেলা গোয়েন্দা শাখার (ডিবি) এসআই (নিঃ) মোঃ মোবারক হোসেন গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় অফিসার-ফোর্সের সহায়তায় ১৬/১০/২৩ খ্রি: ০৭.৪৫ ঘটিকায় ভৈরব থানাধীন ভৈরবপুর সাকিনস্থ ঢাকা টু সিলেট মহাসড়কের দক্ষিন পার্শ্বে বিপ্লব সুপারমার্কেটস্থ মেসার্স আজমির ফল ভান্ডার প্রোঃ মোঃ সেলিম মিয়া এর বন্ধ আরদ দোকানের সামনে একটি নোয়া মাইক্রোবাসে অভিযান পরিচালনা করে আসামি ১। সুমন (২৩), পিতা-জালাল মিয়া ২। সাদ্দাম হোসেন (৩৫) পিতামৃত- গোলাপ মিয়া, উভয় সাং- পঞ্চবটি, থানা- ভৈরব, জেলা কিশোরগঞ্জদের গ্রেফতার করে এবং আসামিদের হেফাজত থাকা সর্বমোট ৭০ (সত্তর ) কেজি গাঁজা নামক মাদকদ্রব্য ও ব্যবহৃত মাইক্রোবাস (রেজি: নং ঢাকা মেট্রো-চ-১১-৬৯৮০) উদ্ধার করে ০৮.৪০ ঘটিকায় জব্দ তালিকামূলে জব্দ করে হেফাজতে নেয়। এ ঘটনায় ধৃত আসামিদ্বয়ের বিরুদ্ধে ভৈরব থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2025 কালের নতুন সংবাদ. All rights reserved.