স্টাফ রিপার্টারঃ
অনেক চড়াই-উতরাই পার হয়ে গত বছর “দৈনিক কালবলা” নতুনভাবে আত্মপ্রকাশ করে এবং এই এক বছরর মধ্য শক্ত অবস্থানে দাঁড়িয়েছে । তার পেছনে যার শক্ত অবস্থান তিনি বাংলাদশের সাংবাদিকতার একজন উজ্জল নক্ষত্র বীর মুক্তিযাদ্ধা আবেদ খান। তার নেতৃত্বে দৈনিক কালবেলা অনেক দূর এগিয় যাবে। আমি আশা করি এই পত্রিকাটি সবসময় সত্য ও স্বাধীনতার পক্ষে কথা বলবে।
দৈনিক কালবেলার প্রথম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য কিশারগঞ্জ-১ (সদর-হাসনপুর) আসনের সংসদ সদস্য ডাঃ সৈয়দা জাকিয়া নূর লিপি এসব কথা বলন।
তিনি আরও বলেন, যারা বলেন এই দেশে বাক স্বাধীনতা নাই, পত্রিকার স্বাধীনতা নাই, লেখনির স্বাধীনতা তাদের উদ্দশ্য এমপি লিপি বলেন, আমাদর প্রধানমন্ত্রী দেশের বাহির যতগুলা সফর করছন সেখান থেকে এসে তিনি সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন। প্রধানমন্ত্রীর একটা জবাবদিহিতা আছে তিনি এই বিষয়টি বার বার প্রমাণ করছেন। আমাদের পার্শ্ববর্তি দেশ (ভারত) যারা দাবি করেন তারা পৃথিবীর একটি শ্রেষ্ঠ দেশ, গনতন্ণের ও মানবাধিকারর একটি দেশ এখানে যিনি গত ১০ বছর ধরে প্রধানমন্ত্রী
আছেন এই দশ বছরের মধ্য একবারও তিনি সাংবাদিকদের মুখামুখি হাননি। কোন প্রশ্নের জবাব দেননি। বাংলাদশর প্রধানমন্ত্রী তিনি জবাবদিহিতা করে যাচ্ছেন। সামনে জাতীয় সংসদ নির্বাচন স্বাধীনতার পক্ষে কাজ করব এবং স্বপ্নের বাংলাদশ গড়তে সহযাগিতা করব।
সোমবার (১৬ অক্টাবর) দুপুর কিশারগঞ্জ জেলা পাবলিক লাইব্রেরির মিলনায়তনে দৈনিক কালবেলার জেলা প্রতিনিধি মো: শরফ উদ্দিন জীবন-এর সঞ্চালনায় দৈনিক শতাব্দীর কণ্ঠের সম্পাদক ও জেলা কৃষক লীগর সভাপতি আহমদ উল্লাহ’র সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন কিশারগঞ্জ পৌরসভার মেয়র পারভেজ মিয়া, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কল) মনতোষ বিশ্বাস, জেলা সমবায়র সাবেক কর্মকর্তা ও কবি আবুল এহসান অপু, জেলা স্বেছাসবক লীগের প্রতিষ্ঠাতা সভাপতি প্রকোশলী শরীফুল ইসলাম শরীফ, প্রতিদিনর বাংলাদশ পত্রিকার মধ্যাঞ্চলীয় প্রধান সাইফুল হক মোল্লা দুলু, সমকালের জলা প্রতিনিধি মোস্তফা কামাল উপস্তিত ছিলন।
অন্যান্যদর মধ্য সময় টিভির স্টাফ রিপার্টার নূর মোহাম্মদ, জিটিভির জেলা প্রতিনিধি মনিরুজ্জামান চৌধুরী সোহেল, এটিএন বাংলার জেলা প্রতিনিধি সাইফুল মালক চৈাধুরী, এটিএন নিউজ ও কালর কণ্ঠর জেলা প্রতিনিধি শফিক আদনান, মানবজমিন পত্রিকার স্টাফ রিপার্টার আশরাফুল ইসলাম, প্রথম আলার জেলা প্রতিনিধি তাফসিলুল আজিজ, ডিবিসি নিউজর জলা প্রতিনিধি শরীফুল আলম, নয়া দিগন্ত জেলা প্রতিনিধি আহমদ আমিন, আরটিভির জলা প্রতিনিধি আ ন ম তানভীর হায়দার, মাই টিভির জেলা প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুন পলাশ, চ্যানল টাোয়টিফারর জেলা প্রতিনিধি খায়রুল আলম ফয়সাল, বৈশাখী টিভির প্রতিনিধি সুলতান রায়হান ভূইয়ার রিপন, দেশ রুপান্তর পত্রিকার প্রতিনিধি শহীদুল ইসলাম পলাশ, দৈনিক জনবাণী’র প্রতিনিধি এম এ আজিজ, আমাদর নতুন সময়র প্রতিনিধি ফারুকুজ্জামান, আনদ টিভির প্রতিনিধি কাউসার আহমদ টিটু, এশিয়ান টিভির প্রতিনিধি হাফিজুর রহমান সুমন, আজকের পত্রিকার জেলা প্রতিনিধি সাজন আহমদ পাপন, স্বদেশ প্রতিদিনের প্রতিনিধি আলী রজা সুমন, যায় যায়দিনর জলা প্রতিনিধি আশরাফ আলী, চ্যানল আইয়র জলা প্রতিনিধি এসকে রাসেল, আজকের সংবাদর জলা প্রতিনিধি কাঞ্চন শিকদার, দৈনিক বিশ্ব মানচিত্রর জলা প্রতিনিধি মাসুদ মিয়া, আমার সংবাদর জলা প্রতিনিধি আশরাফুল ইসলাম তুষার, আমাদর সময় পত্রিকার হোসনপুর উপজলা প্রতিনিধি খাইরুল ইসলাম, ঢাকা প্রতিদিনর প্রতিনিধি রাজিবুল হক সিদ্দিকী রকি, দৈনিক খালা কাগজর প্রতিনিধি মরাজ নাসিম, ঢাকা পোস্টর প্রতিনিধি মাহাম্মদ এনামুল হক, বিডি চ্যানল ফোরর স্টাফ রিপার্টার রিফাত ইসলাম, সময় টিভির চিত্র সাংবাদিক শরীফুল ইসলামসহ আরও অনকই।
এছাড়াও দৈনিক কালবেলা পত্রিকার উপজলা প্রতিনিধিদর মধ্য হোসনপুরর উজ্জল কুমার সরকার, অষ্টগ্রামর তোফায়ল আহমদ তুষার, কটিয়াদীর বদরুল আলম নাঈম, নিকলীর আব্দুর রহমান রিপন। আলাচনা সভা শেষে অতিথিদরক নিয় ১৫ পাউন্ড ওজনর কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2025 কালের নতুন সংবাদ. All rights reserved.