, স্টাফ রিপোর্টার :
কিশারগঞ্জের কটিয়াদীতে ফিলিস্তিনি মুসলমানদের উপর দখলদার ইসরায়লিদের বর্বরাচিত হামলার প্রতিবাদে কটিয়াদী উপজলা ইমাম ও ইলামা পরিষদের উদ্যোগে শুক্রবার জুম্মার নামাজ শেষে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
কটিয়াদী উপজলা ইমাম ও ইলামা পরিষদের সভাপতি হাফেজ মাওলানা মোঃ ছিদ্দিকুর রহমান ও সাধারন সম্পাদক মাওলানা আবু সাঈদের নেতৃত্বে বিভিন্ন মসজিদ হইতে হাজার হাজার ধর্মপ্রাণ মুসলমান মিছিল নিয়ে কটিয়াদী বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কটিয়াদী বাসষ্ট্যান্ড এসে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।
বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশে উপজলা ইমাম ও ইলামা পরিষদের নেতৃবৃদ বলেন, আমাদের এই কর্মসুচী ফিলিস্তিনি মুসলমানদের পক্ষে এবং দখলদার ইসরাইয়েলী আগ্রাসনের বিরুদ্ধে। ফিলিস্তিনি মুসলমানদের উপর চলমান হামলা ও সহিংসতার জন্য ইসরাইল একমাত্র দায়ী। ফিলিস্তিনি মুসলমানদের দূর্দিনে আমরা মুসলমান হয় ঘরে বাসে থাকতে পারি না। অনতিবিলম্বে ফিলিস্তিনিকে একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট হিসেবে স্বীকৃতি দিতে হবে। মসজিদুল আকসার পরিত্রতা রক্ষা করতে হবে। আমরা ফিলিস্তিনি মুসলমানদের উপর দখলদার ইসরায়েলিদের বর্বরাচিত হামলার নিদা ও প্রতিবাদ জানাই। এসময় নেতৃবৃদ ইসরাইলীদের সকল পণ্য বর্জন করার জন্য সরকারর প্রতি আহবান জানান। সমাবেশ শেষে ফিলিস্তিনিসহ সারাবিশ্বের মুসলমানদের হফাজতের জন্য মহান আল্লাহ রাবুল আলামিনের নিকট মোনাজাত করা হয়।
বিক্ষোভ সমাবেশ বক্তব্য রাখেন কটিয়াদী উপজলা ইমাম ও ইলামা পরিষদের সভাপতি হাফেজ মাওলানা মোঃ ছিদ্দিকুর রহমান, সাধারন সম্পাদক মাওলানা আবু সাইদ, উপজলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা শফিকুল ইসলাম মাড়ল ও মাওলানা রফিকুল ইসলামসহ অন্যান্যরা।
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2025 কালের নতুন সংবাদ. All rights reserved.