আবু হানিফ পাকুন্দিয়া :কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় ফিলিস্তিনের গাজায় ইসরাইলের বর্বর হামলার প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে । আজ শনিবার সকালে উপজেলার বিভিন্ন মাদরাসা থেকে ইমাম উলামা পরিষদের ব্যানারে এ মিছিল বের করা হয়। মিছিলটি পাকুন্দিয়া পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সদর ঈদগাহে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য দেন, পাকুন্দিয়া উপজেলা ইমাম উলামা পরিষদের সভাপতি রশিদ আহম্মেদ জাহাঙ্গীর হোসাইন, সহ সভাপতি মাওলানা সোলাইমান, মাওলানা জুনায়েদ, মাওলানা আবু সুফিয়ান, মাওলানা ইদ্রিস আলী, মাওলানা শহীদ উল্লাহ, মাওলানা সাইফুল্লাহ তারেক, মাওলানা জুনায়েদ, সাধারণ সম্পাদক মাওলানা জুবায়ের আহমেদ, সাংগঠনিক সম্পাদক মুফতি আ. কাইয়ূম ও উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম আহবায়ক মোতায়েম হোসেন স্বপন প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, আমেরিকা মানবাধিকারের কথা বলেন, তারা বিভিন্ন দেশকে মানবতার কথা ফেরি করে বেড়ায়। আজ তারা ফিলিস্তিনি মানুষের উপর হত্যা সমর্থন করেন কিভাবে? জাতিসংঘ ও আমেরিকা আজ ইসরায়েলের হামলাকে সমর্থন দিয়ে যাচ্ছে। ফিলিস্তিনের সাধারণ মানুষের প্রতি যে জুলুম নির্যাতন করে যাচ্ছে, এর প্রতিবাদে আজ আমরা সমবেত হয়েছি।
ইসরায়েলের অবৈধ দখলদারীর প্রতিবাদ জানাচ্ছি। আমরা মুক্তিকামী জনতার প্রতি সংহতি জানাচ্ছি। আমরা কোন জঙ্গিবাদকে সমর্থন করি না। কিন্তু বিশ্বের যে প্রান্তে অন্যায় হবে, সেখানেই আমাদের প্রতিবাদ জারী থাকবে।
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2025 কালের নতুন সংবাদ. All rights reserved.