তৌহিদুল ইসলাম সরকার, স্টাফ রিপোর্টার:
ইত্তেফাকুল উলামা
নান্দাইল উপজেলা শাখার উদ্যোগে ফিলিস্তিনের গাজায় ইসরাইলি নির্বিচারে বোমা হামলা,বর্বর হত্যাযজ্ঞ ও অমানবিক অবরোধের প্রতিবাদে গতকাল শনিবার সকাল ১০ ঘটিকায় চন্ডীপাশা সরকারি উচ্চ বিদ্যালয় খেলার মাঠে বিক্ষোভ মিছিল ও সংহতি সমাবেশ অনুষ্ঠিত হয়।
ইত্তেফাকুল উলামা নান্দাইল উপজেলা শাখার সভাপতি মুফতি ইব্রাহীম কাসেমীর
সভাপতিত্বে মাওঃ আমরুল্লাহ ও মাওঃ ওয়ালীউল্লাহর যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুফতি আমির ইবনে আহমাদ,বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুফতি শরীফুর রহমান, এ ছাড়াও বক্তব্য রাখেন,বারুইগ্ৰাম মাদ্রাসার মুহতামিম মাওঃ নুরুল আলম সাহেব, অলি মাহমুদ হেফজুল উলুম মাদ্রাসার মুহতামিম মাওঃ গোলাম মোস্তফা, জামিয়া ফাতেমা খাতুনের পরিচালক হাফেজ মাওঃ আব্দুল আহাদ, মুফতি আবুল হাসিম, মুফতি শহীদুল্লাহ, মাওঃ এনায়েতুল ইসলাম মুক্তি, মাওঃ রহমত উল্লাহ প্রমুখ, বক্তারা বলেন সাত দশক ধরে চলমান ফিলিস্তিনি জনগনের ট্ট্যাজেডির অবসান ঘটানো, তাদের ন্যায্য অধিকার অর্জনের মাধ্যমে এবং তাদের দখলকৃত ভূমি থেকে দখলদারিত্বের অবসান ঘটানোই এই অঞ্চলে শান্তি ও নিরাপত্তা অর্জনের একমাত্র উপায়।বর্বর ইসরাইলি বিমান বাহিনীর হামলায় ফিলিস্তিনের গাজায় মানবিক বিপর্যয় দেখা দিয়েছে। খাদ্য, পানি ও বিদ্যুৎ বন্ধ করে দেয়ায় মানবেতর জীবনযাপন করছে গাজার সাধারণ জনগণ, ফিলিস্তিনের মুসলমানদের কে রক্ষায় বিশ্ববাসী এগিয়ে আসা ঈমানী ও মানবিক দায়িত্ব হয়ে পড়ছে।
ফিলিস্তিন ইস্যুতে বিশ্ব মুসলিমদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। উপস্থিত ছিলেন হাজার হাজার মাদ্রাসার ছাত্র, শিক্ষক ও ধর্মপ্রাণ তৌহিদী জনতা পরিশেষে বিক্ষোভ মিছিলটি কিশোরগঞ্জ টু ময়মনসিংহ হাইওয়ে রোড হয়ে পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সর্মত্ত জাহান মহিলা কলেজের মাঠে মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়।
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2025 কালের নতুন সংবাদ. All rights reserved.