কুলিয়ারচর প্রতিনিধি:কিশোরগঞ্জের কুলিয়ারচরে সাহিত্য সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ১৪ অক্টোবর দুপুর ১২ ঘটিকার সময় কুলিয়ারচর সরকারি কর্মজীবী কল্যান পরিষদের সভাপতি এমএ লায়েছ মিয়ার সভাপতিত্বে, নারী উদ্দ্যোক্তা,সাংস্কৃতিমনা এবং সাংবাদিক ফারজানা আক্তারের উদ্দ্যোগে
কর্মজীবী কল্যান পরিষদে অনুষ্ঠিত সাহিত্য সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লেখক ড:মুহাম্মাদ শহীদুল্লাহ। ব্রাহ্মনবাড়িয়া জেলার সরাইল ও নাসির নগর উপজেলা এবং কিশোরগঞ্জের কুলিয়ারচর ও ভৈরব উপজেলার কবি সাহিত্যিকদের নিয়ে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে ছিলেন, সম্প্রিতি সাহিত্য পরিষদের সভাপতি ড:সুবির চৌধুরী,সহ সভাপতি আব্দুল্লাহ ভূইয়া,শিমুলকান্দি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক পারুল সরকার, লেখক ইসমোনাক।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কুলিয়ারচর পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক শ্রী অনিল চন্দ্র শাহা, ডিগ্রি কলেজের সাবেক অধ্যাপক মো:রফিক উদ্দিন, কাপাশাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাহিদা আক্তার রুনা, লালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শর্মিষ্টা শাহা,এডভোকেট শাহ আলম সাংবাদিক নাঈমুজ্জামান নাঈম, শিমুলকান্দি উচ্চ বিদ্যালয়ের সহাকরি শিক্ষিকা সামসুন্নাহার ময়না, প্রধান শিক্ষক আয়ুব খান সহ সহ বিভিন্ন শ্রেনীর সাহিত্যমনা ও সাংস্কৃতি মনা ব্যক্তিবর্গ প্রমুখ।
সঞ্চালনায় ছিলেন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব শেখ জহির উদ্দিন।