ভৈরব ( কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ
আজ ১৩ অক্টোবর শুক্রবার বিকাল ৩ টায় ভৈরব পৌর শহরের জগন্নাথপুর লক্ষীপুর মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে চত্বরে বাংলাদেশ কমিউনিস্ট পার্টি ভৈরব শাখার আয়োজনে পল্লীবন্ধু পরিষদ ভৈরব শাখার আহ্বায়ক মাহবুবুর রহমান এর বাবা বাংলাদেশ কমিউনিস্ট পার্টি, ভৈরব শাখার সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা কমরেড জসীন উদ্দিন আহমেদ এর মৃত্যুতে শোক সভা অনুষ্ঠিত অনুষ্ঠিত হয়েছে।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ শাহ আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি কমরেড আব্দুর রহমান রুমি, সিপিবি বি-বাড়িয়ার সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির সংগঠক কমরেড সাজিদুল ইসলাম, মুক্তিযোদ্ধা সংসদ ভৈরব শাখার সাবেক ডিপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ফরহাদ আহমেদ, সিপিবি কিশোরগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক কমরেড এ্যাড এম. এনামুল হক, সিপিবি নরসিংদী জেলা শাখার সাধারণ সম্পাদক কমরেড তোফাজ্জল হোসেন শান্তি। সভাপতিত্ব করেন, বাংলাদেশ কমিউনিস্ট পার্টির সভাপতি বীর মুক্তিযোদ্ধা কমরেড আবু তাহের মাষ্টার।
এছাড়াও আমন্ত্রণিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ভৈরব উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক হাজী রিয়াজুল হক, যুগ্ম সাধারণ ও সাংবাদিক নেতা ছাবির উদ্দিন রাজু, ভৈরব পৌর জাতীয় পার্টির সভাপতি সাংবাদিক বাবুল চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি সাংবাদিক নেতা শামীম আহমেদ, সাধারণ সম্পাদক নাজিম উদ্দীন সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2025 কালের নতুন সংবাদ. All rights reserved.