মোহাম্মদ মাসুদ বিশেষ প্রতিনিধি
ধর্ষণ মামলার ওয়ারেন্ট ভুক্ত পলাতক আসামি আমিরুল ইসলাম প্রকাশ রাসেল’কে দীর্ঘ ১৪ বছর পর গ্রেফতার করেছে র্যাব-৭,চট্টগ্রাম। চট্টগ্রামে সীতাকুন্ড থানাধীন এ ঘটনা ঘটেছে।
অদ্য ১৩ অক্টোবর দেড়টায় সীতাকুন্ড থানাধীন উত্তর মাহমুদাবাদ এলাকায় অবস্থানকালে এলাকায় অভিযানে আসামি আমিরুল ইসলাম @রাসেল (৪২),কে আটক করে।
আটক রাসেলের পিতা-জাহাঙ্গীর আলম, সাং-উত্তর মাহমুদাবাদ, থানা-সীতাকুন্ড, জেলা-চট্টগ্রাম।
গত ২০০৯ সালে ভিকটিম (২৬) ধর্ষিত হওয়ার প্রেক্ষিতে চট্টগ্রাম জেলার সীতাকুন্ড থানায় একটি মামলা দায়ের করে। যার মামলা নং মামলা নং ১৪(১০)০৯, জিআর নং-২৪৪/০৯, ধারা-নারী ও শিশু নির্যাতন ও দমন আইন ২০০০ (সংশোধিত/০৩) এর ৭/৯(১)/৩০। পরবর্তীতে মামলার তদন্ত শেষে পুলিশ আসামিদের বিরুদ্ধে বিজ্ঞ আদালতে অভিযোগপত্র দাখিল করেন। উক্ত অভিযোগপত্রের ভিত্তিতে বিজ্ঞ আদালত বিচার কার্য চলাকালীন আসামি আমিরুল ইসলাম @রাসেল পলাতক থাকায় গত ২০১৩ সালে তার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করেন।
গোপন সংবাদে অন্যতম প্রধান আসামি সীতাকুন্ড থানাধীন উত্তর মাহমুদাবাদ এলাকায় অবস্থানকালে আটক করে।
পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত আসামিকে জিজ্ঞাসাবাদে স্বীকার করে যে, সে উক্ত ধর্ষণ মামলার এজাহার নামীয় ওয়ারেন্ট ভুক্ত পলাতক আসামি এবং আইন-শৃঙ্খলা বাহিনীর নিকট হতে গ্রেফতার এড়াতে দীর্ঘ ১৪ বছর চট্টগ্রাম মহানগরীসহ দেশের বিভিন্ন স্থানে আত্মগোপন করে সর্বশেষ সীতাকুন্ড থানাধীন নিজ বাড়ীতে অবস্থান করছিল। আটক আসামি সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের নিমিত্তে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2025 কালের নতুন সংবাদ. All rights reserved.