ড. গোলসান আরা বেগম
ছুটছে তূলো মেঘের পালক,
যৌবনের সোনালি রোদ,
কেন ছুটছে,গন্তব্য কোথায় জানে না
ছায়া রৌদ্র বাতাস করে মাখামাখি
প্রজাপতির ডানায় উড়ে ধূলি কণা
তৃষ্ণা কাতর জীবনের বিতৃষ্ণা।।
বাতাস ভেঙ্গে ভেঙ্গে কোথায় যায়
নিসঙ্গ ভবঘুরে ঘুমিয়ে থাকে নির্ভাবনায়
প্রলংকরী ঝড় উঠুক কি আসে যায়
প্রতীক্ষার দিন ক্ষণ গন্তব্য জানা নেই কারো
তথাপিও হারায় ঘুম ভাঙ্গা কোলাহল ছেড়ে।
সময়ের ঠোঁট কাঁপছে থরো থরো
মায়াবী ইন্দ্রজালে জড়িয়ে রাখবে
যেতে দেবে না,অবেলার গান শুনাবে
প্রতিক্ষার সময় দিন ক্ষণ দেয়াল তুলে
দাঁড়িয়ে থাকে শিকড়ের অনুকূলে।।
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2024 কালের নতুন সংবাদ. All rights reserved.