ডেস্ক রিপোর্ট
র্যাব-১৪ এর সিপিসি-২, কিশোরগঞ্জ কর্তৃক অভিযানে চাঞ্চল্যকর পাকুন্দিয়া থানার কলেজ পড়ুয়া ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী রুবেল(৩১) আটক।
গত ১১ জুন ২০২৩খ্রি. সকাল ৯.৩০ ঘটিকার সময় কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া থানাধীন পাকুন্দিয়া মহিলা কলেজের সামনে হইতে উক্ত কলেজে পড়ুয়া ভিকটিমকে আসামী রুবেল(৩১) এবং অজ্ঞাতনামা ৩/৪ জন আসামীর সহায়তায় জোরপূর্বক অপহরণ করিয়া অজ্ঞাত স্থানে নিয়া জোরপূর্বক ধর্ষণ করে। উক্ত ঘটনা সংক্রান্তে ভিকটিমের পরিবারের পক্ষ থেকে কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া থানায় একটি অপহরণ পূর্বক জোরপূর্বক ধর্ষণ মামলা দায়ের করেন। যা কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া থানার মামলা নং-৯/১২১, তারিখ ০৭/০৭/২০২৩খ্রি., ধারা-নারী ও শিশু নির্যাতন দমন আইন-২০০০ (সংশোধনী-২০০৩) এর ৭/৯(১)/৩০। বর্ণিত বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যম এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ায় প্রচারিত হলে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। মামলা রেকর্ড হওয়ার পর থেকে উক্ত আসামী গ্রেফতার এড়ানোর জন্য আত্নগোপনে চলে যায়। তাকে গ্রেফতারের জন্য র্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্প নিরবিচ্ছিন্ন গোয়েন্দা নজরদারী শুরু করে এবং সর্বশেষ গাজীপুর জেলার জয়দেবপুর থানাধীন নতুন বাজার এলাকায় তার অবস্থান নিশ্চিত করে। দীর্ঘ প্রচেষ্টার পর অদ্য ০৮/১০/২০২৩খ্রি. ১৫:০০ ঘটিকার সময় গাজীপুর জেলার জয়দেবপুর থানাধীন নতুন বাজার এলাকা হইতে কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানী অধিনায়ক মোঃ আশরাফুল কবির এর নেতৃত্বে একটি চৌকশ আভিযানিক দল অভিযান পরিচালনা করে উক্ত মামলার প্রধান আসামী রুবেল(৩১), পিতা-এংরাজ, সাং-সুখিয়া, থানা-পাকুন্দিয়া, জেলা-কিশোরগঞ্জ’কে গ্রেফতার করতে সক্ষম হয়।
উক্ত ধর্ষণ মামলার আসামীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন।